ওয়েলকাম টু টক অন ফ্যাক্টস, আপনাদের সঙ্গে আমি অমৃতা।
গোটা দেশ কাবু হয়ে পড়েছে আইপিএল-জ্বরে (IPL)। আবার বহু দিন পরে মাঠে ফিরেছেন চিয়ারলিডাররা (Cheerleader)। আইপিএলের প্রথম সংস্করণ থেকে করোনার আগে পর্যন্ত চিয়ারলিডাররা মাঠে ছিলেন। মাঝে করোনা এবং বিভিন্ন কারণে আইপিএলে চিয়ারলিডার না থাকলেও তা এ বার ফেরানো হয়েছে।
কিন্তু আইপিএলে কী ভাবে চিয়ারলিডার হওয়া যায়? এর জন্যে কি আলাদা করে কোনও প্রশিক্ষণ বা শিক্ষাগত যোগ্যতা লাগে? কারা চিয়ারলিডার হতে পারেন?
এতগুলো প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক।
আরও পড়ুন: Talk on Facts | Tube light | Water | টিউবলাইটের সমস্যা এবং জল খেলে জরিমানা, আজকের টক অন ফ্যাক্টসে
কী, কেমন লাগছে আমাদের টক অন ফ্যাক্টস? না, মুখে বললে হবে না, কমেন্ট করে জানাতে হবে। তাহলে এবার পরের টপিকে যাওয়া যাক।
আপনার কি থাইরয়েড (Thyroid) রয়েছে? তাহলে এখনই সাবধান হন। দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ওজন কিছুতেই নিয়ন্ত্রণে থাকছে না, ভালমন্দ না খেয়েও বেড়ে যাচ্ছে ওজন, চুল ঝরছে অকালে, ত্বক হয়ে উঠছে জৌলুসহীন। কর্মব্যস্ত জীবনে ছোটখাটো এই শারীরিক সমস্যাগুলি আমরা প্রায়ই অবহেলা করি। অথচ এই উপর্গগুলির পিছনে লুকিয়ে থাকতে পারে থাইরয়েডের চোখরাঙানি।
থাইরয়েডে চোখের সমস্যা হলে বুঝবেন কী করে দেখে নিন।