কলকাতা: ‘পেগাসাস পেগাসাস নরেন্দ্র মোদির নাভিশ্বাস৷’ কখনও আবার ‘স্পায়িং, লায়িং, বিটিং, টকিং টু মাচ ডুইং নাথিং৷’ একের পর এক টুকরো আলপিনে নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং তাঁর দল বিজেপিকে ‘চিমটি’ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ বললেন, জিনিসের দাম বাড়ছে আর পেগাসাসে টাকা খরচ করছে সরকার৷’ স্পেন্ডিং মানি ফর স্পাইগিরি৷’ গণতন্ত্রের বদলে গোয়েন্দাগিরি চলছে দেশে৷
আরও পড়ুন: স্পাইগিরি ঠেকাতে মমতার আইফোনের ক্যামেরায় লিউকোপ্লাস্ট
সাধারণ মানুষের তো বটেই, বিচারপতি থেকে শুরু করে সাংবাদিক, এমনকি মোদির ঘরের লোকের বেডরুমেও ওঁত পেতে রয়েছে পেগাসাস। ব্যক্তিগত গোপনীয়তা বলতে আর কিছু নেই। ‘আপনার ব্রেনও স্ক্যান করে নিচ্ছে। স্পাইগিরি চল রহা হ্যায়৷’
সমস্ত প্রাতিষ্ঠানিক ক্ষমতা ভেঙে পড়েছে। ‘সব পাওয়ার চুরমার। পেগাসাস ডেঞ্জারাস ফেরোসাস৷’ আর তাই ‘টিকটিকি’ যাতে সিঁধ কেটে ঘরে না ঢুকতে পারে, সে জন্য বাংলার মেয়ের দাওয়াই একটা লিউকোপ্লাস্ট। সেঁটে দিয়েছেন নিজের আই ফোনের ক্যামেরায়। বলছেন, দেশ বাঁচাতে ভারত সরকারের উপরেও প্লাস্টার লাগাতে হবে। ‘গভমেন্ট অব ইন্ডিয়া কো ভি প্লাস্টার লগানা চাহিয়ে৷’
আরও পড়ুন: বড় বড় কথা বলে ফোন ট্যাপ করছে গদ্দাররা, উচিত জবাব দিতে বললেন মমতা
আসলে ২১ জুলাই ভার্চুয়াল ভাষণের প্রথম থেকেই মমতার নিশানা মোদি অ্যান্ড কোম্পানির দিকে। ভোটের সময় যেভাবে মোদি-শাহ-নাড্ডাবাহিনী বাংলার উপর ঝাঁপিয়ে পড়েছিলেন, তাতে মমতার মনে হয়েছে বিজেপি আসলে ‘হাইলোডেড ভাইরাস পার্টি৷’ কোভিডের থেকেও খারাপ ভাইরাস। ‘বিজেপির মাথায় শুধু মগজে মরুভুমি। অল এজেন্সির কন্ডাক্টর হয়েছে বিজেপি৷’
একবার খেলা হয়েছে। এবার তাই রাজ্যে রাজ্যে খেলা।