গরমকাল (Summer) মানেই ত্বক (Skin), চুল (Hair) নিয়ে নানা ধরনের সমস্যা। সকালে শ্যাম্পু করা চুল বিকেলের মধ্যেই তেলতেলে (Oily) হয়ে যায়। যাঁদের তেলতেলে চুল, একমাত্র তাঁরাই জানেন এই সমস্যার কথা। সেবাম নিঃসন্দেহে চুলের স্বাভাবিক জেল্লা বজায় রাখতে কাজে লাগে। কিন্তু কারও কারও ক্ষেত্রে এই সেবামের পরিমাণ অতিরিক্ত হয়ে যায়। বিশেষ করে গরমকালে। ঘামের সঙ্গে অতিরিক্ত তেল বেরোতে থাকে। তখনই শুরু সমস্যার। এই সমস্যা থেকে রেহাই পেতে ব্যাবহার করতে পারেন ঘরোয়া কিছু পদ্ধতির।
দইয়ের প্যাক
দই ত্বক এবং চুল, দুইয়ের জন্যই সমান উপকারী। মাথার ত্বকের এই অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করে দই। আধ কাপ দইয়ের মধ্যে ১ চামচ বেকিং সোডা এবং ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। আপনার ইচ্ছে হলে ১টি ডিমের সাদা অংশও সেই পেস্টের মধ্যে মেশাতে পারেন। তবে এই সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। স্নানের আধঘণ্টা আগে মাথায় মেখে রেখে দিন প্যাকটা। তারপর মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
আরও পড়ুন: Google | Advertising Lawsuit | ব্রিটেনে ৩৪০ কোটি পাউন্ড ক্ষতিপূরণ চেয়ে গুগলের বিরুদ্ধে মামলা
বেকিং সোডা এবং টি ট্রি অয়েল প্যাক
রাস্তাঘাটে বেরোলে ত্বক, চুলে ধুলোবালি জমে। তার ফলে চুল আরও বেশি তৈলাক্ত হয়ে পড়ে। বেকিং সোডা জলে গুলে মেখে নিলেই কিন্তু হবে না। এর সঙ্গে মেশাতে হবে কয়েক ফোঁটা টি-ট্রি অয়েল। এই মিশ্রণ মাথার ত্বকে স্নানের ঘণ্টাখানেক আগে মেখে রেখে দিন। তার পর মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন আগের থেকে অনেকতা পরিবর্তন হয়েছে চুলের।