টি-২০ বিশ্বকাপে ব্রাত্য যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) বিরাট রেকর্ড। ৩০০ উইকেটের মালিক হলেন চাহাল। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে আইপিএলে (IPL) দুরন্ত শুরু করলেন তিনি। চাহাল কী রেকর্ড গড়লেন দেখে নেওয়া যাক।
চাহালের নয়া রেকর্ড
আরও পড়ুন: Talk on Facts | Virat Kohli | রোহিত শর্মাদের বিরুদ্ধে নতুন রেকর্ড কিং কোহলির
* টি-২০ ক্রিকেটে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন চাহাল
* রবিবারের ম্যাচে ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন চাহাল
* ভারতীয় বোলারদের মধ্যে আর কারও এই নজির নেই
* চাহালের এখন উইকেট সংখ্যা ৩০১