আইপিএল (IPL) নিয়ে তথ্য দিলাম আর উদ্বোধনী অনুষ্ঠানে (Inauguration Ceremony) কী কী হতে চলেছে তার ইনফর্মেশন দেব না তা আবার হয় নাকি। দেখা যাক কী কী হতে চলেছে।
*২০১৮ সালের পরে প্রথম আইপিএল উদ্বোধনী অনুষ্ঠান হবে
* এই অনুষ্ঠান হবে শুক্রবার, ৩১ মার্চ আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium)
আরও পড়ুন: Talk on Facts | IPL 2023 | আজও অক্ষত রয়েছে আইপিএলের এইসব রেকর্ড
* মঞ্চ মাতাবেন রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna), তামান্না ভাটিয়া (Tamanna Bhatia)
* আর স্টেডিয়ামে গানের জাদু ছড়াবেন অরিজিৎ সিং (Arijit Singh)