রণবীর কাপুর বা কার্তিক আরিয়ান নন,’বৈজু বাওরা’-র লিড রোলে নাকি রণভীর সিংই পরিচালক সঞ্জয় লীলা বানশালির প্রথম পছন্দ।২০১৩তে সেই ‘গোলিও কি রাসলীলা-রামলীলা’ থেকে শুরু।এরপর ‘বাজিরাও মাস্তানি’, কিংবা ‘পদ্মাবত’।দেবদাসের পরিচালকের ছবির অন্যতম মুখ হয়ে উঠেছেন রণভীরই।গত সপ্তাহে কানাঘুষো শোনা যাচ্ছিল ‘বৈজু বাওরা’তে নাকি রণবীর কাপুরকে কাস্টিং করে ফেলেছেন এসএলবি।কিন্তু কয়েকদিন যেতে না যেতেই পাল্টে যায় গল্প।বলিপাড়ায় তুমুল জল্পনা শুরু হয়,এসএলবি-র অফিসে নাকি প্রায়ই আসছেন ‘লুকাছুপি’র অভিনেতা কার্তিক আরিয়ান।জুনিয়র আরকে কে টপকে ‘বৈজু বাওরা’র কাস্টিংয়ে নাকি তিনিই উঠে আসছেন,শোনা গিয়েছে এমন গল্পও।
কিন্তু এসএলবি প্রোডাকশনের অন্দরমহল সূত্রে খবর,রণবীর বা কার্তিক কেউই নাকি কাজ করছেন না ‘বৈজু বাওরা’তে।কয়েকবার এদের নাম ভাবা হলেও কাউকে নিয়েই খুব একটা নাকি আগ্রহী নন সঞ্জয় লীলা বানশালি।বরং তাঁর ভাবনা জুড়ে রয়েছেন ‘খিলজি’ রণভীর সিংই।ছবিতে থাকছেন আলিয়া ভাট,দীপিকা পাডুকোন এবং অজয় দেবগণ এমনটাই জল্পনা।তবে এখনই ছবি নিয়ে কোন খবর প্রকাশ্যে আসুক তা চান না সঞ্জয়।আপাতত হীরা মণ্ডি-র কাস্টিং ঠিক করতেই ব্যস্ত তিনি।