এই মুহূর্তে বলিউডের সবচেয়ে বিতর্কিত অভিনেত্রী শিল্পা শেঠির সঙ্গে অভিনয় করেছেন বলিউড অভিনেতা জাভেদ জাফরির ছেলে মিজান। ছবির নাম ‘হাঙ্গামা ২’। ছবির শুটিং শেষ হলেও ভবিষ্যৎ সিডিউল নিয়ে ঘেঁটে আছে পুরো টিম। কারণ গতকাল এক রিয়েলিটি শোয়ের শুটিং শিডিউলে বিতর্ক এড়াতে শিল্পা আসেননি। এ ছবিতে মিজানের রোমান্টিক লুককে নিশ্চয়ই কাজে লাগাবেন পরিচালক প্রিয়দর্শন। এদিকে সেটে মিজান বলেছেন, অন্য কেউ নয়,বয়সে বড় অভিনেত্রীর সঙ্গে রোমান্সের ব্যাপারে তার পছন্দ দীপিকা পাড়ুকোনকে । এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যদি আমাকে কোন বয়সে বড় নারীর সঙ্গে রোমান্স করতে হয়, তাহলে অবশ্যই দীপিকাকে বেছে নেব। ছবির গল্পটি হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটা ঠিক থাকলে বয়সটা বড় করে দেখার কিছু নেই।’ অবশ্য এ ব্যাপারে দীপিকার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রোমান্টিক চেহারার মিজান জাফরি ‘হাঙ্গামা ২’তে অভিনয় করেছেন শিল্পা ও পরেশ রাওয়ালের সঙ্গে। পরেশ রাওয়াল সম্পর্কে বলতে গিয়ে মিজান জানান তিনি অত্যন্ত অভিজ্ঞ একজন শিল্পী। শিল্পা সম্পর্কে বলেন তিনি অত্যন্ত এনার্জেটিক এবং যথেষ্ট সহযোগিতা করেন। এই ছবিতে আরও আছেন জনি লিভার রাজপাল যাদব টিকিট তালসানিয়া আশুতোষ রানা প্রমূখ। আগামী ২৩ জুলাই ছবিটি মুক্তি পাবে।