সিডনি: চিকিৎসা বিজ্ঞান (Medical Science) এত উন্নত হওয়া সত্ত্বেও আজও ক্যানসার (Cancer) রোগের ওষুধ আবিষ্কৃত হয়নি। এমনকী ক্যানসার যে শরীরে বাসা বেঁধেছে তা বুঝতেও বিস্তর কাঠখড় পোড়াতে হয়। করাতে হয় বায়োপসি (Biopsy)। লিভার, কোলন কিংবা কিডনির ক্যানসার বুঝতে অস্ত্রোপচার (Surgery) ছাড়া গতি নেই। সুখবর, এই সমস্যার সুরাহা হতে চলছে। সিডনির (Sydney) স্কুল অফ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গবেষক মাজিদ ওয়ার্কিয়ানি, বলছেন টিউমার কোষের (Tumor) রক্তের নমুনার পরীক্ষা করেও ক্যানসার হয়েছে কি না বোঝা যাবে। কোষের বায়োপসি করার থেকে এই পদ্ধতি অনেক কম বিপজ্জনক।
মাজিদ বলেন, বহু রোগী বায়োপসি করাতে পছন্দ করেন, তা ছাড়া অস্ত্রোপচারে জটিলতা সৃষ্টির ঝুঁকিও থাকে। কিন্তু রক্তের নমুনা পরীক্ষায় সেই বিপদ নেই। এই পদ্ধতিতে পরীক্ষা করা যাবে বার বার এবং চিকিৎসায় রোগী কেমন সাড়া দিচ্ছে তাও বোঝা যাবে।
আরও পড়ুন: Apple: গত ১৯ মাসে ভারতে ১ লক্ষ চাকরি দিয়েছে অ্যাপল, বলছে সমীক্ষা
গবেষকরা এক যন্ত্র তৈরি করেছেন যার নাম স্ট্যাটিক ড্রপলেট মাইক্রোফ্লুইড (Static Droplet Microfluid)। প্রাথমিক টিউমার ভেদ করে বেরিয়ে রক্তে মিশে যাওয়া টিউমার কোষগুলোকে এই যন্ত্র দ্রুত চিহ্নিত করতে পারে। সাধারণ রক্ত কোষ এবং টিউমার কোষের মধ্যে চমকপ্রদ উপায়ে টিউমার কোষগুলিকে আলাদা করে চিনে নিতে পারে এই যন্ত্র। ক্যানসার সংক্রান্ত এই নতুন গবেষণাটি ‘বায়োসেনসর অ্যান্ড বায়োইলেক্ট্রনিক্স’ নামের নামী বিজ্ঞান বিষয়ক জার্নালে প্রকাশিত হয়েছে।
অধ্যাপক ওয়ার্কিয়ানি জানিয়েছেন, মাত্র ১ মিলিলিটার রক্তের কোটি কোটি রক্ত কোষের মধ্যে একটা টিউমার কোষ ঢুকে বসে থাকতে পারে, ফলে এদের চিহ্নিত করা খুবই কঠিন হয়ে যায়। নতুন পদ্ধতিতে ৩৮,৪০০টি চেম্বার রয়েছে যা সক্রিয় টিউমার কোষদের আলাদা করে দিতে পারে। একবার টিউমার কোষকে চিনে নিতে পারলেই তার জিনগত এবং আণবিক পরীক্ষা-নিরীক্ষা করতে শুরু করে। এরফলে ক্যানসার ডায়াগনোসিস করা এবং রোগীর জন্য কী ধরনের চিকিৎসা হওয়া উচিত তা বুঝতে সুবিধা হয়।