কলকাতা: মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের দুয়ারে চিকিৎসক (Duare Docotor) প্রকল্প এবার জেলায় জেলায় ছড়িয়ে দেওয়া হবে। ইতিমধ্যেয় এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) একদল চিকিৎসক পুরুলিয়ায় দু’দিন ধরে শিবিরে থেকে রোগীদের চিকিৎসা করেছেন। এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের (National Medical College And Hospital) চিকিৎসকদের গ্রামে যাওয়ার পালা। স্বাস্থ্যভবন সূত্রের খবর, ওই হাসপাতালের এক দল চিকিৎসক শনিবার যাবেন দক্ষিণ ২৪ পরগনার গোসাবার প্রত্যন্ত এলাকায় (Rural Area) । তাঁরাও সেখানে শিবির গড়ে স্থানীয়দের চিকিৎসা পরিষেবা দেবেন। আগামী ২৩ ফেব্রুয়ারি ফের পুরুলিয়া যাবে আর জি কর মেডিক্যাল হাসপাতালের চিকিৎসকেরা। তাঁরা ২৪ ও ২৫ ফেব্রুয়ারি যথাক্রমে বান্দোয়ান এবং বাঘমুণ্ডিতে শিবির করে রোগী দেখবেন।
আরও পড়ুন : Kharagpur Lottery: এবার খড়্গপুরে লটারিতে ১ কোটি জিতলেন টোটো চালকের স্ত্রী
প্রসঙ্গত, ১৬ জানুয়ারি এসএসকেএম হাসপাতালের প্রথিষ্টা দিবস উপলক্ষে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন মমতা বন্দোপাধ্যায়। সেখানেই তিনি এসএসকেএম হাসপাতালের কর্তাদের নির্দেশ দেন জুনিওয়র ডাক্তারদের সপ্তাহে দুই-তিন দিন করে গ্রামে পাঠাতে। তিনি বলেন, এতে গ্রামের লোকেরা কলকাতার ডাক্তারদের হাতের কাছে পেয়ে খুশি হবেন। জুনিয়র ডাক্তারদেরও গ্রামে কাজ করার অভিজ্ঞতা হবে। এরপরই স্বাস্থ্যভবন নড়েচড়ে বসে। সূত্রের খবর, স্বাস্থ্যভবন থেকে বিভিন্ন হাসপাতালের রস্টার করে দেওয়া হচ্ছে। সেইমতো কলকাতার ডাক্তাররা গ্রামে যেতে শুরু করেছেন।