Placeholder canvas
কলকাতা সোমবার, ২১ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
International Mother Language Day: মাতৃভাষাকে হত্যার দায় বাঙালিদেরই স্বীকার করে নিতে হবে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শুভেন্দু ঘোষ
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:০০:০০ পিএম
  • / ২০৪ বার খবরটি পড়া হয়েছে
  • শুভেন্দু ঘোষ

আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন-এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়াভরা পথে, হেঁটেছি এতটা দূর, বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।

আজ আমরা শহীদ দিবসকে যে ২১শে ফেব্রুয়ারি বলে অভিহিত করি, বঙ্গাব্দ ধরলে সেটা কেউ বলতে পারবেন। অতটা দূরে যেতে হবে কেন, আজকের বাংলা সন-তারিখটা না ভেবে বলুন দেখি! এটা আসলে আমাদের চরম একটা অনাগ্রহ। আর ঔপনিবেশিক দাসত্বের প্রতি সীমাহীন আনুগত্য। এটা ঠিক, আজকের দিনে ইংরেজি যেভাবে আমাদের রান্নাঘর থেকে শোওয়ার ঘরে গ্যাঁট হয়ে বসে গিয়েছে, তা থেকে মুক্তি পাওয়া অসাধ্য। কিন্তু, এটাও স্বীকার করতে হবে, বাংলাকে আত্মস্থ করতে আমাদের দুর্বলতা, কুণ্ঠা বা লজ্জাবোধ তাতে ইন্ধন জুগিয়েছে।

আরও পড়ুন: International Mother Language Day: বাংলাদেশের কাব্য-সাহিত্যে অমর একুশে, সচেতনতার অমর দলিল

একুশে ফ্রেব্রুয়ারি ছিল খ্রিষ্টীয় বর্ষের একটি দিন। যে ভাষার জন্য এত বলিদান, সেই ভাষার জন্য লড়াই করার দিনটি যে বাংলা সন ও তারিখের বিচারে কবে, সেটাই ৯৯% বাঙালি জানেন না। তারিখটি হচ্ছে ৮ ফাল্গুন, ১৩৫৮ বঙ্গাব্দ। আসল কারণ হচ্ছে, যে ভাষার জন্য এত আন্দোলন, এত আত্মত্যাগ, এত অহংকার, সেই ভাষার মূল্য বর্তমান প্রজন্মের কাছে কতটুকু? বাংলাভাষা ও সংস্কৃতির প্রভাব তাদের জীবনে কতটুকু পড়েছে কখনও ভেবে দেখেছি? এ যুগে এ মাসের ইতিহাস জানা নেই অধিকাংশের কাছে, শিশুদের মধ্যে অনেকে বাংলা বর্ণই চেনে না। 

আমাদের সমাজব্যবস্থা এবং জীবনযাপন এখন পুরোপুরি পাশ্চাত্যমুখী। এই প্রবণতা বেশি তরুণ প্রজন্ম ও শিশুদের মধ্যে। বিদেশি ভাষা শিখতে গিয়ে আমরা আমাদের মাতৃভাষাকে এককথায় ধ্বংস করছি। অন্য ভাষা রপ্ত করা দোষের কিছু নয়, কিন্তু মাতৃভাষা মাতৃদুগ্ধ হল কই! বাংলার সঙ্গে ইংরেজি মিশিয়ে একটা বংরেজি ভাষা ব্যবহারের প্রবণতা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে।

‘স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন’। অনেক চড়া দামে কেনা স্বাধীনতা অর্জনের অব্যবহিত পরেই বাংলাদেশ সাক্ষী হয় আওয়ামি লিগ এবং বামপন্থী দলগুলোর মধ্যকার অন্তর্কোন্দল। পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করার আগে পূর্ব পাকিস্তানকে একদম চূর্ণবিচূর্ণ করে দিয়ে যায়। তাকে পুনঃপ্রতিষ্ঠা করা ক্ষমতাসীন আওয়ামি লিগের পক্ষে কেন, পৃথিবীর কোনও দলের পক্ষেই এত অল্প সময়ে সম্ভবপর হতো না। কিন্তু, বামপন্থীরা দেশের এই দুরবস্থা মেনে নিতে না পেরে এবং ক্ষমতার অংশীদারিত্ব না পেয়ে দেশে বিভিন্ন আইনশৃঙ্খলা বিরোধী কাজে নামে। পুরোপুরি না হলেও প্রগতিশীল এই ২ দলের লড়াইয়ের ফসল ঘরে তোলে মৃতপ্রায় ধর্মভিত্তিক ডানপন্থী দলগুলো। 

আরও পড়ুন: International Mother Language Day: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র স্রষ্টাকে ভুলেছে বাঙালি, নাম জানেন কবির?

মানুষ ক্রমশ ভুলতে থাকে স্বাধীনতার কথা, সাম্যবাদের কথা, গণতন্ত্র-সমাজতন্ত্রের কথা, শোষণ-মুক্তির কথা, ধর্মনিরপেক্ষতার কথা, আধুনিকতার কথা। সাম্প্রদায়িক ও ধর্মান্ধ চেতনা তাদের মধ্যে প্রবলভাবে গেড়ে বসে। ছদ্ম-বামপন্থীরা ক্ষমতা লাভের নেশায় বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করে মানুষের মনে পরধর্মবিদ্বেষ এবং পরজাতিবিদ্বেষ সৃষ্টি করে। পাকিস্তানের জায়গায় বামপন্থীরা বসিয়ে দেয় ভারতকে। যে ভারত যুদ্ধের অব্যবহিত পরেই ১৭ মার্চ বাংলাদেশ থেকে চলে গিয়েছে। রাষ্ট্রক্ষমতা দখলের লোভে বামপন্থীরা দেশের মানুষের মধ্যে সুকৌশলে ভারতভীতি ও ভারতবিদ্বেষ ঢুকিয়ে দেয়। 

এই কী একুশের চেতনা ছিল? তা বোধহয় ছিল না। একটা ভাষাকে আঁকড়ে ধরে একটা দেশ স্বাধীন হওয়ার নজির বোধ করি আর কোনও দেশে নেই। কিন্তু, পুঁজিবাদ বা ধনতন্ত্র সেই ভাষাকে জিততে দেয়নি। আজ হয়তো অনেক দেশে বাংলা নিয়ে পড়াশোনা-গবেষণা হয়। রবীন্দ্রনাথ-নজরুল-শরৎচন্দ্র বহু ভাষায় অনূদিত হয়েছে। কিন্তু তারপর। বলা হয়, ভাষা নাকি নদীর স্রোতের মতো। এগিয়ে চলে। কিন্তু, বাংলা ভাষা কি পেরেছে নদী হয়ে সাগরে মিলিয়ে যেতে! আমরাই তাকে মজা নদীতে পরিণত করেছি। সে কারণে মাতৃভাষাকে হত্যার দায় বাঙালিদেরই স্বীকার করে নিতে হবে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

কেমন যাবে এপ্রিল মাসের এই সপ্তাহ
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
জঘন্য ফুটবল, সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
২০২৬ বিশ্বকাপ খেলবেন? বড় ঘোষণা মেসির
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
সোমবার এসএসসি ভবনের সামনে ধরনায় বসবেন চাকরিহারারা
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
অলৌকিক! মন্দির উদ্বোধনের আগেই দিঘায় ভেসে এল জগ্ননাথ মূর্তি
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
পাকিস্তানে আক্রান্ত হিন্দু মন্ত্রী, নিন্দা শেহবাজ শরিফের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
‘রাম-বাম’ তত্ত্বে বামেদের ব্রিগেড সমাবেশকে খোঁচা কুণাল ঘোষের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
নতুন করে অশান্তির খবর নেই, এখনও পর্যন্ত গ্রেফতার ২৮৯ : জঙ্গিপুর পুলিশ সুপার
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
খেলা হবের পাল্টা ‘নেমে খেলার ডাক’ সেলিমের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
মুর্শিদাবাদ প্রসঙ্গে সম্প্রীতির বার্তা, ব্রিগেডে কী বললেন সেলিম?
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ব্রিগেড থেকে তৃণমূল-বিজেপিকে একযোগে আক্রমণ অনাদি সাহুর
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
দার্জিলিং-এ বিকল্প রাস্তা চাইছে মোর্চা, কেন্দ্রকে চিঠি রোশন গিরির
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ভুল বোঝাবুঝি থেকে মারাত্মক ঘটনা ভাবতে পারছে না বিহারের বেতিয়ার পুলিশ লাইন
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
আজই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হতে পারে লিভারপুল!
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন রাহুল
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team