কল্যাণী: নেশার কবলে পড়ে অনেক মানুষের জীবন (Life Destroy) নষ্ট হয়ে যায়। এখন এই ব্যস্ত যুগে মানুষ হাঁসফাঁস করে উঠছেন। রকেট গতিতে চলতে গিয়ে অনেকেই একাকিত্বে ভুগছেন। সেখান থেকে তাঁদের গ্রাস করছে অবসাদ। তা থেকে চটজলদি আনন্দ পেতে অনেকেই নেশার কবলে পড়ে যান। সেখান থেকে মানসিক রোগের শিকার হচ্ছেন। পা দিচ্ছেন সর্বনাশের জাঁতাকলে। এখন কার্যত পাড়ায় পাড়ায় গড়ে উঠেছে নেশা মুক্তি কেন্দ্র। কিন্তু, অনেকে সেই সব কেন্দ্রে গিয়েও প্রতারিত হচ্ছেন। এবার কেন্দ্রীয় সরকার পরিচালিত এইমস হাসপাতালে নেশামুক্তি কেন্দ্র গড়া হচ্ছে। তার উদ্বোধন হল বৃহস্পতিবার।
রাজ্যে এইমসে (AIIMS) নতুন সংযোজন হল এটি। নতুন করে ১০ শয্যা বিশিষ্ট নেশা মুক্তি চিকিৎসা কেন্দ্রের ইনডোর পরিষেবার উদ্বোধন হল। এদিন ভার্চুয়ালি এই পরিষেবার উদ্বোধন করেন কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচারক ও ক্ষমতায়ন দফতরের কেন্দ্রীয় মন্ত্রী ড: বীরেন্দ্র কুমার (Virendra Kumar)। কল্যাণী এইএমস AIIMS সহ দেশের ২৫ টি এইমসে এর সূচনা হল আজ। এটি কেন্দ্রীয় সরকারের (Central Government) মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট দফতরের প্রকল্পের টাকায় পরিচালিত হবে।
আরও পড়ুন: CBI Investigation on Boy Death: সরকারি হোমে বিচারাধীন নাবালকের মৃত্যুতে সিবিআই তদন্ত
এখানে শুশ্রুষা পাওয়া যাবে বিনামূল্যেই (Free of Cost)। ওষুধও পাওয়া যাবে বিনামূল্যে। এই বিভাগ থেকে ওষুধ, চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে কাউন্সেলিং (Counselling) সহ সমস্ত কিছুই করা যাবে। AIIMS কল্যাণীর দাবি, নেশা মুক্তির চিকিৎসার ক্ষেত্রে এই রাজ্যে আরও নতুন দিগন্ত খুলে গেল চিকিৎসার (Treatment) জন্য। যদিও এই বিভাগ আগে থেকে চালু করেছিল কল্যাণী AIIMS। আজকে নতুন করে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে তাতে আলাদা মাত্রা দিল বলে মনে করে AIIMS কল্যাণী।
এইমস কল্যাণীর পক্ষে মনোরোগ বিভাগের ডাক্তার সুকান্ত সরকার (Sukanta Sarkar) বলেন, এর ফলে এখানকার অনেকের উপকার হবে।