মুম্বই : দাগ,কভি কভি,চাঁদনি থেকে সিলসিলা,লমহে কিংবা বীর জারা(Daag,Kabhi Kabhi,Chandni,Silsila,Lamhe,Veer Zara)।দীর্ঘ ৫০ বছরের পরিচালক জীবনে অসংখ্য রোম্যান্টিক সিনেমা সিনেপ্রেমীদের উপহার দিয়েছেন যশ চোপড়া(Yash Chopra)।নানা রূপে ও স্বাদে তাঁর ছবিতে বারবার ধরা দিয়েছে নিখাদ ভালবাসার গল্প। ঠিক তেমনই যশ রাজ ফিল্মসের(YRF) ব্যানারে তৈরি হয়েছে ডিডিএলজে,মহাব্বতে কিংবা রব নে বনা দি জোড়ি(DDLJ,Mohabbatein,Rab Ne Bana Di Jodi)-র মতো আরও অসমান্য সব প্রেমের ছবি।তাই তো বলিউড ফিল্মে রোম্যান্সের জনক(Father Of Romance) বলা হয় নান আদার দ্যান যশ চোপড়াকে।যশ রাজ ফিল্মসের স্রস্টাকে এবার ট্রিবিউট জানাতে চলেছে ওটিটি জায়েন্ট নেটফ্লিক্স(Netflix)।ভ্যালেন্টাইন্স ডেতে নেটফ্লিক্সে আসছে নতুন ডকু সিরিজ দ্য রোম্যান্টিক্স(The Romantics)।প্রকাশ্যে এল নতুন এই ডকু সিরিজের পোস্টার।যে পোস্টার জুড়ে রয়েছেন যশ চোপড়া এবং তাঁর অসংখ্য ছবির পোস্টার।
শোনা যাচ্ছে,চার পর্বে হতে চলেছে এই দুর্দান্ত ডকু সিরিজ।দ্য রোম্যান্টিক্স-এ প্রিয় যশজি ও তাঁর প্রেমের ছবি নিয়ে স্মৃতিচারণ করবেন বলিউডের ৩৫ জন তারকা।যশ চোপড়ার মতো একজন লেজেন্ডকে এই শ্রদ্ধার্ঘ দিতে পেরে খুশি নেটফ্লিক্স কর্তৃপক্ষ।বুধবারই মুক্তি পাবে দ্য রোম্যান্টিক্স-এর ট্রেলার।ডকু সিরিজটির পরিচালক স্মৃতি মুন্দ্রা।
Time to fall in love with the ones who taught an entire generation how to ❤️?#TheRomantics trailer comes out tomorrow!
@SmritiMundhra @yrf pic.twitter.com/gj5nctbUlh
— Netflix India (@NetflixIndia) January 31, 2023