মুম্বই: মাল্টিপ্লেক্সের অষ্টরম্ভায় আগে থেকেই কোনঠাসা হয়ে গিয়েছিল দেশের হাজার হাজার সিঙ্গেল স্ক্রিন থিয়েটারগুলি (single screen theatre)।আর কফিনের শেষ পেড়েকটা পড়ে কোভিডের হাত ধরে। কোভিডে মানুষ ঘরবন্দি হয়ে যাওয়ায় বন্ধ হয়ে য়ায় দেশ জুড়ে কয়েক হাজার সিঙ্গেল স্ক্রিন থিয়েটার।বুধবারে পাঠানের (Pathan) হাত ধরেই সেরকমই বন্ধ হয়ে যাওয়া ২৫টি সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহের দরজা নতুন করে ফের একবার খুলে গেল দর্শকদের জন্য।
এই ২৫টি সিঙ্গেল স্ক্রিন থিয়েটারের অধিকাংশগুলি রাজস্থান ও উত্তরপ্রদেশের। যেমন জয়পুরের জেম সিনেমা ও এলাহাবাদের রাজকরণ সিনেমা।আবার বেশ কিছু রয়েছে দেশের অন্যান্য শহরেও যেন মুম্বইয়ের কার্নিভাল আর মল, মধ্যপ্রদেশের ইন্দৌরের জ্যোতি সিনেমা ও গোয়ার সিনেকমলা পোন্ডা ইত্য়াদি।
Mehemaan nawaazi ke liye #Pathaan aa raha hai, aur pataakhen bhi saath laa raha hai! ?? #PathaanTrailer out now!
Releasing in Hindi, Tamil and Telugu on 25th January 2023.@deepikapadukone | @thejohnabraham | #SiddharthAnand | @yrf pic.twitter.com/npbZ0WFQjx— Shah Rukh Khan (@iamsrk) January 10, 2023
প্রসঙ্গত, অতিমারির আতঙ্ক কাটিয়ে বলিউডে ব্যবসা শুরু হলেও হিট ছবির সংখ্যা ছিল হাতে গোনা।কোভিড পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলেও কোভিড বিধি মেনে পঞ্চাশ শতাংশ আসনে দর্শক নিয়ে ব্যবসা চালাতে যেখানে নাভিশ্বাস ওঠার উপক্রম হয় মাল্টিপ্লেক্সগুলির সেখানে খাবি খেতে থাকা শহরের শয়ে সিঙ্গেল স্ক্রিন থিয়েটারের দরজায় ঝুলল তালা। দেশজুড়ে কম বেশি ছোট বড় শহরগুলির সিঙ্গেল স্ক্রিন থিয়েটারের এমন শোচনীয় অবস্থা উঠে এসেছিল ফিন্যানসিয়াল এক্সপ্রেসের একটি রিপোর্টে। জানা যায় ২০১৮-২০১৯ সালে যে সংখ্যাটি ৮৫০০ ছিল।সেটা ২০২২ সালে, কোভিড পরবর্তী সময় নেমে আসে ৬২০০য়।
বলিউডের ব্যবসার পালে ২০২২ সালে খানিকটা হাওয়া লাগলে মাল্টিপ্লেক্সগুলো কিছুটা মাথাচাড়া দিয়ে ওঠে ঠিকই। তবে ওটিটির যুগে তালা বন্ধ হয়ে সেই তিমিরেই থেকে যায় বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলি।পাঠানকে ঘিরে মুক্তির আগেই যে পরিমাণ উন্মাদনা ও উত্তেজনা দেখা দিয়েছিল তার পারদ মুক্তি পর ক্রমশ উর্ধ্বমুখি। মঙ্গলবারই ছবি মুক্তির রাতেই তাঁর ছোটবেলা ও সিঙ্গেল স্ক্রিন থিয়েটারে ছবি দেখার নস্টালজিয়ার কথা লেখেন টুইটে। শাহরুখের এই টুইটেই জানা যায় দেশের ২৫টি বন্ধ হয়ে যাওয়া হলগুলির দরজা নতুন করে খুলছে দর্শকদের জন্য। নিঃসন্দেহে এটা একটা ভাল ইঙ্গিত তারকা বাদে এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আরও হাজার হাজার মানুষগুলোর জন্য।
Bachpan mein saari filmein single screens par hi dekhi hain. Uska apna hi maza hai. Duas, Prathna aur Prayers karta hoon…aap sabko aur mujhe kaamyaabi mile. Congratulations on your re-openings. pic.twitter.com/LuF2TsCjvh
— Shah Rukh Khan (@iamsrk) January 24, 2023
হলবিমুখ দর্শকদের ফের একবার হলমুখি করে তুলবে যশ রাজ ব্য়ানারের এই স্পাই থ্রিলার এখন সেই আসায় বুক বেঁধেছেন বলিউডের কলা-কুশলীদের থেকে শুরু করে ছবির নির্মাতারা এবং বক্স অফিস বিশেষজ্ঞরা।