Placeholder canvas
কলকাতা শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ |
K:T:V Clock
বেতনের টাকায় পাশে থাকার বার্তা শিক্ষকদের
সৌম্যকান্তি ত্রিপাঠি Published By: 
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১, ০৫:১৪:০৮ পিএম
  • / ৬১৩ বার খবরটি পড়া হয়েছে

বেতনের টাকায় অক্সিজেন সিলিন্ডার সহ সম্পূর্ণ পরিষেবা নিয়ে বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির শিক্ষকদের বার্তা ‘পাশে আছি’। অতিমারী আবহে স্কুল বন্ধ। অনলাইনে ক্লাস নিতে হচ্ছে ঠিকই, কিন্তু মাসের শেষে কোথাও যেন মনে হচ্ছে দায়িত্ব-কর্তব্য অসম্পূর্ণ থেকে যাচ্ছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মহল থেকে শিক্ষকদের প্রতি অবমাননাকর মন্তব্য তো শুনতে হচ্ছেই- ‘স্কুলে না গিয়েও বেতন মিলছে!’ না, শুধু সমালোচনার কারণে নয়, শিক্ষক সুলভ মানবিক দায়বদ্ধতা পালনের আন্তরিক তাগিদ থেকেও, শিক্ষার্থী ও সমাজের প্রতি দায়বদ্ধতা পালনের ঐকান্তিক প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। তাই, অতিমারী পরিস্থিতিতে নিজেদের মাস মাইনের টাকায় মানবসেবা তথা সমাজসেবার পথ বেছে নিয়েছেন অনেকেই। কখনও ব্যক্তিগতভাবে, কখনও সংগঠনগত ভাবে, আবার কখনও এক একটি বিদ্যালয়ের শিক্ষকরা মিলিতভাবে। করোনা যুদ্ধে মানুষের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলেন, পশ্চিম মেদিনীপুর জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ। স্কুল সংলগ্ন একাধিক গ্রামের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নিজেদের বেতনের টাকায় তাঁরা ৫ টি অক্সিজেন সিলিন্ডার (অক্সি ফ্লো মিটার সহ), পালস অক্সিমিটার, মাস্ক, স্যানিটাইজার পিপিই কিট প্রভৃতি কিনেছেন। গ্রামে গ্রামে সেই পরিষেবা দেওয়া হবে। শুধু তাই নয়, অসহায় করোনা আক্রান্ত পরিবারগুলি যদি বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেন, তবে পৌঁছে দেওয়া হবে ওষুধ, পথ্য সহ খাওয়ার-দাওয়ারও এমনটাই জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকেরা। শুক্রবার থেকে তাঁরা এই‌ ধরনের ‌পরিষেবা দেওয়ার কাজ শুরু করলেন। এই কর্মসূচির নাম তাঁরা দিয়েছেন- ‘পাশে আছি’। শুক্রবার তা উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক সূর্যকান্ত অট্ট। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আধিকারিকরা।

শুক্রবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র আচার্যের নেতৃত্বে, বিদ্যালয় সংলগ্ন রাণাপাড়া সহ দু’একটি গ্রামে গিয়ে শিক্ষকরা প্রায় ২০০০টি মাস্ক, স্যানিটাইজার প্রভৃতি তুলে দেন শ্রমিক ও দীনমজুর অধ্যুষিত এই গ্রামের বাসিন্দাদের হাতে। গ্রামের মানুষদের জানিয়ে দেওয়া হয়েছে অক্সিজেন ও খাওয়ার-দাওয়ারের প্রয়োজন হলেই তাঁদের সাথে যোগাযোগ করতে। বিদ্যালয়ের শিক্ষক বিজন ষড়ঙ্গী জানিয়েছেন, ‘আমরা বিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের বেতনের একটা অংশ থেকেই ৫ টি অক্সিজেন সিলিন্ডার সহ আনুষঙ্গিক জিনিসপত্র, যারা এই পরিষেবা দিতে যাবেন তাঁদের জন্য পিপিই কিট কিনে নিয়েছি। এই এলাকার মানুষের যদি শ্বাসকষ্ট দেখা দেয়, তবে আমাদের সাথে যোগাযোগ করা হলেই, সম্পূর্ণ বিনামূল্যেই পরিষেবা দেওয়া হবে। এছাড়াও, বিদ্যালয় সংলগ্ন প্রতিটি গ্রামে পৌঁছে গিয়ে, আমরা বাসিন্দাদের হাতে মাস্ক-স্যানিটাইজার তুলে দেব আগামী এক মাস ধরে। ছাত্র-ছাত্রীদের গ্রামগুলিতেও যাওয়া হবে। আজ আমরা দারিদ্র্য পীড়িত একটি গ্রাম বেছে নিয়েছিলাম।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র আচার্য বলেন, ‘অতিমারি পরিস্থিতিতে অনেকেই কাজ হারিয়েছেন। বিভিন্ন মানুষ কষ্টের মধ্যে আছেন। তাই করোনা আক্রান্ত কোনও পরিবার যদি আমাদের সাথে যোগাযোগ করে, তবে আমরা বিনামূল্যে খাওয়ার দাওয়ার সহ ওষুধ ও পথ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।’ জেলার অন্যতম সেরা স্কুল বেলদা গঙ্গাধর অ্যাকাডেমি’র শিক্ষকদের এই মানবিক উদ্যোগে খুশি এলাকাবাসী, অনুপ্রাণিত শিক্ষক মহল।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

ওমানের বিরুদ্ধে লড়ে জিতল ভারত
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
মহানগরের মহাপুজোয় তেলেঙ্গাবাগান
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
মহালয়া উপলক্ষে ব্লু ও গ্রিন লাইনে এবার আরও মেট্রো
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
মোদির শান্তির বার্তার পরই মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে হামলা
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
দ্রুত চার্জশিট দেওয়া হবে! রামপুরহাট হত্যাকাণ্ডে জানালেন পুলিশ সুপার
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
কালিয়াগঞ্জ স্কুলপাড়ায় রক্তদান শিবির
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
বালুরঘাটে আয়োজিত হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভ্যাল, কবে?
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
দুর্গাপুজোয় পুলিশি নিরাপত্তা কেমন থাকবে? কী জানালেন জাভেদ শামীম?
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
সিদ্ধান্তে অনড় কুড়মি সমাজ, অবরোধ না করার আবেদন পুলিশের
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
জঙ্গিপুরে পুকুর ভরাট মামলায় বড় নির্দেশ হাইকোর্টের!
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
মহালয়ার বাকি ১ দিন, নির্বিঘ্নে তর্পণ সম্পন্ন করতে ঘাট পরিষ্কার কালনা পৌরসভার
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
নামখানায় রাস্তার বেহাল দশা, বন্ধ পথশ্রী প্রকল্পের কাজ, পুজোর আগেই দুর্ভোগ এলাকাবাসীর
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
ইজরায়েল থেকে আরও হেরন ড্রোন কিনছে ভারত!
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
টানা বৃষ্টিতে চিন্তায় শিমুরালির মৃৎশিল্পীরা
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
পুজোয় কোন কোন দিন বৃষ্টি? ভাসবে কোন কোন জেলা?
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team