কলকাতা: ইজরায়েলের তৈরি সফটওয়্যার স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে মোদির মন্ত্রিসভার একাধিক সদস্য, আরএসএস-এর নেতা, সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বহু সাংবাদিকের ফোনে আড়িপাতা হচ্ছে। রবিবার বিকেলে ওয়াশিংটন পোস্ট এবং লন্ডন গার্ডিয়ান এই সংক্রান্ত রিপোর্ট সামনে আনতে পারে। রবিবার একটি ট্যুইটে এই দাবি করলেন বিজেপি’র রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।
সুব্রহ্মণ্যমের এই ট্যুইট বার্তাকে ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে দেশজুড়ে। ২০১৯ সালের অক্টোবর মাসে স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে ১২১ জন ভারতীয়র ফোনে আড়িপাতা হয়েছিল। দেশের রাজনীতিতে কার্যত ঝড় বয়ে যায়। সে বার হোয়াটসঅ্যাপ ফোনে আড়িপাতার তথ্য সামনে এনেছিল। সুব্রহ্মণ্যম স্বামীর বক্তব্য অনুযায়ী, এবার এই সংক্রান্ত রিপোর্ট ফাঁস করতে পারে ওয়াশিংটন পোস্ট এবং লন্ডন গার্ডিয়ান।
রবিবার সকালে তিনি ট্যুইটে লেখেন, ‘ইজরায়েলি সংস্থা পেগাসাস ব্যবহার করে মোদির ক্যাবিনেটের মন্ত্রী, আরএসএস-এর নেতা, সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বহু সাংবাদিকের ফোনে আড়িপাতা হচ্ছে। ভারতীয় সময় রবিবার বিকেলে ওয়াশিংটন পোস্ট এবং লন্ডন গার্ডিয়ান এই সংক্রান্ত একটি রিপোর্ট সামনে আনতে পারে। বিষয়টি নিয়ে আমি নিশ্চিত হলেই বিস্তারিত জানাব।’
সুব্রহ্মণ্যমের এই ট্যুইটের পর দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। একাধিক রাজনীতিক ওই ট্যুইটের কমেন্ট বক্সে মন্তব্য করেছেন। ডেরেক ও ব্রায়েন লিখেছেন, ‘বহু বিরোধী নেতারা ফোনে আড়িপাতা হচ্ছে।’ কংগ্রেস নেতা পি চিদাম্বরমের পুত্র কার্তি চিদাম্বরম লিখেছেন, ‘পেগাসাস এবার আলোড়ন সৃষ্টি করতে পারে।’
দেড় বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পেগাসাস ব্যবহার করে তাঁর ফোন ট্যাপ করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন।মমতার বলেছিলেন, ‘ইজরায়েলি সংস্থাকে ব্যবহার করে ফোন, হোয়াটসঅ্যাপে আড়ি পাতা হচ্ছে। কেন্দ্রই এসব করাচ্ছে। আমার ফোনে আড়ি পাতা হয়।’ দেড় বছর পড়ে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর সৌজন্যে আবারও শিরোনামে পেগাসেস।