পরের ছবি ‘ব্লার’–এর শ্যুটিং শুরু করে দিলেন অভিনেত্রী তাপসী পান্নু।এমনটাই হদিশ মিলল থাপ্পড়–এর নায়িকার ইনস্টাগ্রাম পেজে।ছবির চিত্রনাট্য পড়তে ব্যস্ত তাপসী, এমন ছবিই রবিবার ধরা পড়ল অভিনেত্রীর ইনস্টা হ্যান্ডেলে।ছবিতে তাপসীর নায়ক অভিনেতা গুলশন দেবাইয়া।শ্যুটিংয়ের প্রথমদিনেই তাপসীর সঙ্গে সেলফি তুলে নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনিও।
সদ্যই জানা গিয়েছে, নিজের প্রোডাকশন হাউস খুলেছেন তাপসী।আউটডোর ফিল্মসের অন্যতম কর্ণধার তিনিই।সংস্থার প্রথম ছবি যে ‘ব্লার’ই হতে চলেছে এমনটাও তাপসী আগেই জানিয়েছিলেন ।চলতি বছরের অন্যতম সেরা নায়িকা যে তিনিই হতে চলেছেন তা কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে।একদিকে নিজের প্রযোজনা সংস্থার ‘ব্লার’ সহ একাধিক ছবি।অন্যদিকে তাপসীর হাতে রয়েছে সৃজিত্ মুখোপাধ্যায় পরিচালিত ক্রিকেটার মিতালি রাজের বায়োপিক ‘সাব্বাস মিত্থু’ ছাড়াও আরও অনেক ছবি।তবে সবকিছু ভুলে আপাতত ‘ব্লার’–এর শ্যুটিংয়েই মনোনিবেশ করতে চান তাপসী।