মুখ্য ভূমিকায় থাকছেন সেই হ্যারিসন ফোর্ড-ই। তবে তার সঙ্গে ছবিতে দেখা যাবে আর এক বিখ্যাত হলি তারকা আন্তোনিও বান্দেরাসকে। অস্কারজয়ী বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ পরিচালিত এবং হ্যারিসন ফোর্ড অভিনীত ‘ইন্ডিয়ানা জোন্স’ এর চরিত্রটি ষাটের দশক থেকে একে একে হাজির হয়েছে দর্শকদের সামনে। এই ছবির সিরিজের আবেদন আজও মানুষকে আকর্ষণ করে। টানটান চিত্রনাট্য ও রোমহর্ষক অ্যাডভেঞ্চার এই ছবির অন্যতম উপাদান। এবার তাই আসতে চলেছে এই সিরিজের ৫ নম্বর ছবি ‘ইন্ডিয়ানা জোন্স ৫’। এই ছবির থ্রিলিং উপাদান এবারও টেনে নিয়ে যাবেন হ্যারিসন ফোর্ডই। হ্যারিসন ফোর্ড থাকলেও এই প্রথমবার পরিচালকের আসলে থাকছেন না স্টিভেন স্পিলবার্গ। পরিচালনার ছড়ি যার হাতে তুলে দিয়েছেন তার নাম জেমস ম্যানগোল্ড। এই মুহূর্তে তিনি হলিউডের একজন প্রথম সারির পরিচালক। তার তৈরি বেশ কিছু ছবি হলিউডের সর্বকালের সেরা ছবির তালিকায় রয়েছে। পরিচালকের দায়িত্ব থেকে মুক্তি নিলেও স্পিলবার্গ ‘ইন্ডিয়ানা জোন্স ৫’ এর প্রযোজকের দায়িত্ব সামলাবেন। লক্ষ্য রাখবেন ছবির ক্রিয়েটিভ বিষয়টির দিকে।
প্রায় ৮০ বছরের হলি তারকা হ্যারিসন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ ইন্ডিয়ানা জোন্স এর ভূমিকা এবারও থাকছেন। যদিও আরেক বিখ্যাত হলি তারকা অন্তনিও বান্দেরাস এর চরিত্র সম্পর্কে মুখে কুলুপ এঁটেছেন পরিচালক থেকে প্রযোজক সকলেই। এ ছবিতে তার যোগদানের খবর নিজেই নেট মাধ্যমে শেয়ার করেছেন বান্দেরাস। আর তাতেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গেছে ছবির শুটিং। ২০২২ সালের জুলাই মাসে বড় পর্দায় ছবি মুক্তি পেতে পারে। হ্যারিসন ফোর্ড এর সঙ্গে ‘ডেসপারেডো’ হিরো আন্তোনিও বান্দেরাসের কেমিস্ট্রি পর্দায় দেখার জন্য মুখিয়ে আছে সারা পৃথিবীর দর্শকরা।