ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার প্রায় ৪ হাজার জন। এনকাউন্টারে মৃত্যু হয়েছে ১২ জনের। অভিযোগ শুধু অনুপ্রবেশই নয়, চোরাচালানের সঙ্গেও যুক্ত ছিল ওই ১২ জন। সীমান্তরক্ষী বাহিনীর ডিজি রাকেশ আস্থানা জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে ৩ হাজার ৯শো ৮৪ জনকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করেছে সীমান্তরক্ষী বাহিনী। সেইসঙ্গে উদ্ধার হয়েছে ২৪ লক্ষ ৫১ হাজার জাল নোট। পাশাপাশি ২৭.৫ কোটি টাকা মুল্যের মাদক উদ্ধার হয়েছে বলেও জানিয়েছেন আস্থানা।