শহর কলকাতার মানুষের অক্সিজেনের প্রয়োজনীয়তা মেটাতে এবার অভিনব ‘অক্সিজেন অন হুইলস’ এর শুভ সূচনা করলেন কলকাতা পৌরসভার বর্তমান প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। কলকাতা পৌরসভার অন্তর্গত পোর্ট এলাকার আইয়ুব খান ও মুন্না ইকবালের স্মৃতির উদ্দেশ্যে একটি ভ্রাম্যমাণ বাস যার মধ্যে একাধিক অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা রাখা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীকেও রাখা হচ্ছে। মূলত খিদিরপুর পোর্ট ও মেটিয়াবুরুজ অঞ্চলে যদি কোনো মানুষের হঠাৎ অক্সিজেনের প্রয়োজন পড়ে তবে সেই খবর পাওয়া মাত্রই দ্রুত এই বাস ছুটে যাবে সংশ্লিষ্ট অসুস্থ ব্যক্তির বাড়ির কাছে। সেখানে এই বাসের মধ্যেই তাঁকে রেখে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হবে করোনা সংক্রমিত দরিদ্র মানুষ জন যারা পয়সার অভাবে দ্রুত কোনো বড় হাসপাতালে ভর্তি হতে পারেন না তাঁদের কথা মাথায় রেখেই এই অক্সিজেন অন হুইলসের সূচনা হল। যদি করোনা সংক্রামিত কোন অসুস্থ ব্যক্তিকে অক্সিজেন দেওয়ার পরেও তাঁদের শারীরিক অবস্থার উন্নতি না হয় বা আরও অসুস্থ বোধ করে তবে এই বাসের সঙ্গে রাখা দুটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে শহরের কোন কোভিড হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করবে এই সমাজসেবীরাই বলে জানালেন ফিরহাদ।
পাশাপাশি শহর কলকাতায় নতুন শুরু হওয়া ইসলামিয়া হাসপাতাল শুধুমাত্র মুসলিম মানুষজনের চিকিৎসার জন্য খোলা হয়েছে এমন মন্তব্য যারা করছেন তাদের মধ্যে মনুষত্ব নেই বলে জানালেন ফিরহাদ। শহর কলকাতা বা রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন রামকৃষ্ণ মিশন, অ্যাসেম্বলি অফ গড চার্চের মত সংস্থাগুলি সব ধর্মের মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছেন, তেমনি ইসলামিয়া হাসপাতালেও সমস্ত ধর্মের বর্ণের মানুষের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে বলেও জানান ফিরহাদ।