অলিম্পিক যত এগিয়ে আসছে ততই চেপে বসছে করোোনা আতঙ্ক| এবার অলিম্পিক ভিলেজে করোনার হানা| টোকিও অলিম্পিকের ভিলেজে করোনায় আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি|
শনিবারই টোকিও অলিম্পিক কমিটির তরফে স্বীকার করা হয়েছে সেই কথা| যদিও তিনি কোন দেশের বা ভিলেজে কোন জায়গায় কাজ করেন তা জানানো হয়নি|
চলতি সপ্ততাহের শুরু থেকেই করোনার প্রকোপ বেড়ে চলেছে টোকিওতে| কয়েকদিন আগেই টোকিওর এক হোটেলের কয়েকজন কর্মী করোনায় আক্রান্ত হন|
শুধু হোটেল কর্মীরাই নন, করোনায় আক্রান্ত হয়েছিলেন অ্যাথলিটরাও| এছাড়া নাইজেরিয়া অলিম্পিক দলের এক ডেলিগেশনও করোনায় আক্রান্ত হয়েছেন শুক্রবার| আপাতত হাসপাতালে চিকিত্্সাধীন ষাটোর্ধ্ব সেই ব্যক্তি|
এবার খোদ অলিম্পিক ভিলেজে করোনার সংক্রমণ| অলিম্পিক চলাকালীন এই ভিলেজই ঠিকানা ১৫,৪০০ অ্যাথলিটের| করোনার কারণে যাদের থাকতে টোকিও অলম্পিক কমিটির তৈরি কঠিন বিধি-নিষেধের মধ্যে|
অ্যাথলিটদের বাসস্থানেই যদি ভাইরাস ছড়িয়ে পড়ে, তবে কতটা সুরক্ষিত সকলে তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে|