গত দু’বছরের ক্রিসমাস পার্টি ছিল বেশ ফিকে। তবে এ বছর অফিসের ক্রিসমাস পার্টি (Christmas party) কিংবা বন্ধুদের সঙ্গে ক্রিসমাসের গেট টুগেদারের আমন্ত্রণ ইতিমধ্যেই চলে এসেছে আপনার কাছে। তার ওপর আবার এবার আবার সপ্তাহান্তে পড়েছে বড়দিন। তাই উত্সব উদযাপন যে বেশ জমিয়েই হবে তা আর বলার অপেক্ষা রাখে না। তই হাতে খানিকটা সময় থাকতেই ঠিক করে নিন কোন লুকে (Christmas party look) বাজিমাত করবেন ক্রিসমাস পার্টি। আর ক্রিসমাস লুক মানেই লাল রং (christmas colour red), বাকি সব রং লালের কাছে এদিন অনেকটাই ফিকে। তাই আপনার কাজ সহজ করতে তারকাদের ইনস্টাগ্রাম পেজ (instagram) থেকে লাল পরিধানে রইল অভিনেত্রীদের বাছাইকরা গ্ল্যামারাস ‘রেড’ লুক (christmas glamorous red look)।
কোল্ড সোল্ডার পুলওভারের সঙ্গে গ্লেজড লেদার জিনসে দক্ষিণী ডিভা সামান্থা রুথ প্রভুকে (Samantha Ruth Prabhu) এক কথায় দারুণ লাগছে।
View this post on Instagram
প্রচণ্ড শীতে এই কম্বিনেশন যেমন আরামদায়ক তেমনই আবার বেশ আকর্ষণীয়। যাঁরা উগ্র সাজ বা পোশাক পড়তে পছন্দ করেন তাদের জন্য এই কম্বিনেশন চমত্কার। আর সঙ্গে একটা ক্রিসমাস টুপি মাথায় পড়ে নিলেই ক্রিসমাস লুক একদম কম্প্লিট।
ছোটপর্দা থেকে বড়পর্দায় পাড়ি দেওয়া চাট্টিখানি কথা নয়। তবে আরও কঠিন বলিউডে টিকে থাকার লড়াই। যে কয়েকজন অভিনেত্রী তা পেরেছেন তাঁদের মধ্যে অন্যতম মৌনি রায় (Mouni Roy)। আর ব্রহ্মাস্ত্রের সাফল্যের পর বং বিউটি মৌনি রায় এখন বলিউডের (bollywood) জনপ্রিয় তারকাদের একজন। শুধু তাঁর বলিউড জার্নিতে নয়, চমক রয়েছে মৌনির ট্রান্সফরমেশনেও।
View this post on Instagram
অভিনয়ের পাশাপাশি তাঁর তন্বী কায়া মুগ্ধ করেছে বলিউড প্রেমীদের। মৌনির ফ্যাশন সেন্সও বেশ প্রশংসীয়। তাই ক্রিসমাস পার্টিতে নজরকাড়া হয়ে উঠতে আপনিও সেজে উঠতে পারেন মৌনির মতো লাল রংয়ের স্লিভলেস রাফেল গাউন ড্রেসে।
অফ সোল্ডার ফ্রিল ড্রেস (off shoulder multiple frill dress)
আপনি যদি হন শীত প্রিয় মানুষ তাহলে হিমেল হাওয়াকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রিসমাস পার্টিতে চমক দিতে শিল্পার (Shilpa Shetty) মতো ‘নি লেন্থের অফ শোল্ডার মাল্টিপল ফ্রিল ড্রেস’ পরতে পারেন।
View this post on Instagram
তবে মনে রাখবেন সঙ্গে ভুলেও চড়া মেকআপ করবেন না। বরং শিল্পা শেট্টির মতোই মিনিমাল মেকআপ লুক বাছুন। বরং ফুটিয়ে তুলুন চোখের মেকাআপ। বাছুন নিউড আইশ্যাডো, ব্ল্যাক আইলাইনার, মাস্কারা। ভুরু আঁকতে ভুলবেন না। তবে মেকআপ হালকা হলেও লাল রংয়ে রাঙিয়ে নিন ঠোঁট। মুহূর্তে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন।
রেড হট প্যান্ট স্যুট (red hot pant suit)
আপনি বেশ শীত কাতুরে তবে তাই বলে ক্রিসমাস পার্টি কোনওমতেই মিস করা চলবে না। এই ক্ষেত্রে হাড় কাঁপানো উত্তুরে হাওয়াতেও কনফিডেন্টলি নিজেকে ক্যারি করুন প্রিয়ঙ্কার চোপড়ার (Priyanka Chopra) মতো এই রেড হট প্যান্ট স্যুট পরে।
View this post on Instagram
এটা যেমন স্টাইলিশ তেমন আকর্ষণীয়। আপনার ব্যক্তিত্বে এক অন্য মাত্রা যোগ করবে।