মেটা পরিচালিত ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে (Meta Owned Instant Messaging Platform WhatsApp) এসেছে আরও একটি দুর্দান্ত ফিচার (Interesting Feature)। এর নাম রাখা হয়েছে রিসেন্ট গ্রুপস (Recent Groups)। এই ফিচার ব্যবহার করে ইউজার (User) যে কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপ (WhatsApp group) তার ফোনের কন্ট্যাক্ট লিস্টে (Contact List) যে কোনও কন্ট্যাক্টের নাম লিখেই সার্চ (Search by Contact Name) করতে পারবেন। অবশ্যই যার নাম দিয়ে আপনি সার্চ করছেন, তাঁকে সংশ্লিষ্ট গ্রুপের সদস্য (Group Member) হতে হবে। তবেই আপনি সেই গ্রুপ খুঁজে পাবেন, যেটি আপনি খুঁজে পেতে চাইছেন।
হোয়াটসঅ্যাপ সংক্রান্ত যাবতীয় তথ্য সংস্থার তরফে উপলব্ধ করা অফিসিয়াল ওয়েবসাইট ডব্লুএবিটাইনফো (WaBetaInfo – The Official Website of WhatsApp) টুইট করে এই কথা জানিয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, এখন একমাত্র হোয়াটসঅ্যাপ ডেস্কটপ (WhatsApp Desktop)-এ এই ফিচার দিচ্ছে মেটা। যাঁরা ২.২২৪৫.৯ (2.2245.9) লেটেস্ট ভার্সন আপডেট (Update the Latest Version) করেছেন ডেস্কটপে, তাঁরা ‘রিসেন্ট গ্রুপস (Recent Groups)’ দেখতে পাবেন।
WhatsApp is releasing a feature that lets search for your recent groups on Desktop!
It’s now possible to get a list of your recent groups in common with a contact right within the chat list on WhatsApp Desktop.https://t.co/HLN581IuT2
— WABetaInfo (@WABetaInfo) December 11, 2022
আরও পড়ুন: Unique Family Id: আধার থেকেও রেহাই নেই, এবার ‘ইউনিক ফ্যামিলি আইডি’ চালু করার সিদ্ধান্ত কেন্দ্রের
আজকালকার ব্যস্ততার দিনে হোয়াটসঅ্যাপ আমাদের নিত্যসঙ্গী। অফিসিয়াল কাজ হোক কিংবা পরিচিত-পরিজনদের সঙ্গে গ্রুপ চ্যাট (Group Chat), সব ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপ ইউজার (WhatsApp User) একাধিক গ্রুপে থাকেন। একাধিক বলা মানে গ্রুপের সংখ্যা অন্তত পক্ষে দশ থেকে কুড়িটি তো হবেই। গ্রুপের আবার একাধিক নাম থাকে। অনেক সময়তেই আমরা অনেক গ্রুপে রোজ মেসেজ (Message) করি না, আবার দেখা গেল, সারা দিনে কাজের ব্যস্ততায় নোটিফিকেশন (WhatsApp Notifications) চোখে পড়লেও, সেই সময় রিপ্লাই না করা হলেও, পরে যখন আমরা রিপ্লাই করতে বসি, তখন লম্বা লিস্ট খুঁজতে হয় স্ক্রল করে। এই ফিচার আসার ফলে ইউজারদের জন্য যে কোনও গ্রুপ খুঁজে পাওয়া খুবই সহজ হয়ে উঠবে। তবে হ্যাঁ অবশ্যই মাথায় রাখতে হবে আপনার সঙ্গে সংশ্লিষ্ট গ্রুপে আর কে কে আছেন। আপাতত এই ফিচার শুধুমাত্র ডেস্কটপ ইউজারদের জন্যই আনা হয়েছে। আগামী দিনে অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস ইউজারদের (iOS Users) জন্যও আপডেটে পাঠাবে মেটা।