কলকাতা: ‘উন্নয়ন যার কাজ, মমতাদিদি তাঁর নাম’, ‘মোদীবাবু আর নেই দরকার’, ‘পালা রে পালা, মোদি পালা’, ‘পাঁচ ফুট হাইটের সাদা শাড়ি, দরকার নেই দামী গাড়ি’ প্রভৃতি গানের কলিতে ছেয়েছে ত্রিপুরা। অ্যালবামের নাম ‘ত্রিপুরাতে দরকার তৃণমূল কংগ্রেসের সরকার’। ত্রিপুরাবাসীকে বিজেপি সরকারের হাত থেকে পরিত্রান দিতে গান বাঁধলেন তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী জুনেদ খান।
আরও পড়ুন: ভূষণ কুমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
সামনেই ২১ শে জুলাই। করোনার জেরে এবার ভার্চুয়ালিই ২১ জুলাই পালন করবে তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় সীমিত সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে পালিত হবে শহিদ দিবস। ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরই কিছু না কিছু বিষয়ে চমক দেন তৃণমূলনেত্রী। এবার আসন্ন নির্বাচনে ত্রিপুরাতেও প্রার্থী দিতে চলেছে তৃণমূল। তাঁর আগেই প্রকাশ্যে এই গান।
আরও পড়ুন: ১৯ জুলাই থেকে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ
‘জয় বাংলা’, ‘খেলা হবে’, ‘বাংলা তার মেয়েকেই চায়’, ‘দিদি তুমি সকলের জীবন মরণ’, ‘পাড়ায় পাড়ায় তৃণমূল’, ‘একুশে আবার আসছে তৃণমূল’ এই শ্লোগানের মধ্যেই দিয়ে রাজ্যের ২০২১ বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন প্রান্তে প্রচারের ঝড় তুলেছিল। রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে কখনও মুখ্যমন্ত্রীর সভামঞ্চে আবার কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে রাজ্যজুড়ে প্রচার করেছেন ‘বাংলা তার মেয়েকেই চায়’। পার্কসার্কাসের বাসিন্দা এই জুনেদ খান। তিনি এতটাই তৃণমূল প্রেমী যে নিজের হাতের বেসলেট বিক্রি করে ধার করে বানিয়েছিলেন ‘জয় বাংলা’ অ্যালবাম। সেই অ্যালবামে জুনেদের একটি গান ছিল ‘একুশে আসছে তৃণমূল, বাংলার মানুষ পাবে দুয়ারে সরকার’। বাস্তবে রূপ নিয়েছে তাঁর সেই গানের ভাষা। তৃতীয়বারেও ক্ষমতায় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘মা মাটি মানুষের’ তৃণমূল কংগ্রেসের সরকার।
আরও পড়ুন: মঙ্গলকোটে খুনের ঘটনায় ভিডিওগ্রাফি করল সিআইডি
তৃণমূলের সক্রিয় কর্মী জুনেদের গান এবার কেবল রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। এবার জুনেদের গানের ভাষা পাড়ি দিল অন্য রাজ্য বিহার, ইউপি, ত্রিপুরা। আগামীতে ত্রিপুরা জয়ের স্বপ্ন নিয়ে তাঁর লেখা ও সুর দেওয়া গান। জুনেদের দৃঢ় বিশ্বাস ত্রিপুরার মানুষ চাইছে তৃণমূল কংগ্রেসকে। তাই ত্রিপুরার মানুষের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা নিয়ে জুনেদের এবারের অ্যালবামের গান ‘ত্রিপুরায় দরকার তৃণমূলের সরকার’।