কলকাতা: ১৯ জুলাই শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, ‘১৯ জুলাই থেকে ৪ অগস্ট অবধি উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ চলবে। কোভিড বিধি মেনে একাধিক ব্যাচে ইন্টারভিউ নেওয়া হবে। আদালতের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে স্কুল সার্ভিস কমিশন।’
ব্রাত্য বসু জানিয়েছেন, উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে, www.westbengalssc.com। ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদের জন্য মোট ১৫ হাজার ৪০৬ জন প্রার্থীর তালিকা প্রকাশিত হয়েছে। সকলকেই ইন্টারভিউয়ে ডাকা হবে। ইন্টারভিউ সংক্রান্ত সবরকম তথ্যও শুক্রবার বিকেল ৪টে থেকে এসএসসি-র ওয়েবসাইটেই পাওয়া যাবে।
চাকরিপ্রার্থীদের সুবিধার্থে ইতিমধ্যেই বেশ কয়েকটি হেল্পলাইনও চালু করার ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, 9051176400, 9051176500, 9830454218, 9830454219-এ যে কোনও দরকারে ফোন করা যাবে।
আগামী সপ্তাহ থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হলেও উচ্চ প্রাথমিক নিয়োগ ঘিরে জটিলতা অব্যাহত। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ১২ জুলাই ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছেন কয়েকজন চাকরিপ্রার্থী। আবেদনকারীদের অভিযোগ, ইন্টারভিউ তালিকায় গরমিল থাকা সত্ত্বেও সেই তালিকার ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে।
আবেদনকারীদের মামলা গ্রহণ করেছে কোর্ট। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৯ জুলাই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় জারি করা অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় হাইকোর্ট৷ হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে একগুচ্ছ নির্দেশ দেন।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৯ জুলাইয়ের নির্দেশ
স্কুল সার্ভিস কমিশন প্রকাশিত তালিকা সম্পর্কে কারও অভিযোগ থাকলে তাঁরা কমিশনের কাছে ব্যক্তিগতভাবে আবেদন জানাতে পারবেন।
আগামী ২ সপ্তাহের মধ্যে এই আবেদন জানাতে হবে।
আবেদনকারীরা কমিশনের ই-মেইল অথবা সরাসরি আবেদন জানাতে পারবেন।
সেই অভিযোগের নিষ্পত্তি করতে কমিশনের ন্যূনতম সচিব পদমর্যাদার কোনও আধিকারিক প্রত্যেক আবেদনকারীর বক্তব্য শুনবেন।
সরাসরি আবেদনকারীদের মুখ থেকেই তাঁদের বক্তব্য শুনতে হবে।
পরবর্তী ১২ সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।