একদিকে যেমন তিনি ভালো অভিনেতা,অন্যদিকে তেমনই তিনি বলিপাড়ার অন্যতম স্টাইল ট্রেন্ডসেটার।কার কথা বলছি? তিনি গরম মশালার মিস্টার কুল জন আব্রাহান।অভিনয়ের মতো পশুপ্রেমের জন্যও জন কিন্তু রীতিমতো বিখ্যাত।পশু অত্যাচারের বিরুদ্ধে বারবার মুখ খুলেছেন তিনি।সদ্যই নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিও বার্তায় ভক্তদের কাছে একটি মানবিক আবেদন জানিয়েছেন অভিনেতা।নিরীহ পশুদের উপর অত্যাচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনলাইনে একটি গণস্বাক্ষর অভিযান চালাতে চলেছেন তিনি।গণস্বাক্ষরিত সেই পিটিশনটি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবেন জন।অনলাইনে করা এই পিটিশন সংসদে চলতি বছরের বাদল অধিবেশনে পেশ করার প্ল্যান করেছেন জন আব্রাহাম।