কেমন হবে এই নতুন সপ্তাহ। প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছে কী? সপ্তাহ জুড়ে থাকবে চূড়ান্ত ব্যস্ততা? নাকি সপ্তাহান্তে পরিবারের সঙ্গে কাটবে সময়। কেমন থাকবে স্বাস্থ্য? বৃশ্চিক রাশিতে গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল কতটা প্রভাব ফেলবে জেনে নিন-
বৃশ্চিক রাশি (অক্টোবর ২৩ – নভেম্বর ২১)
Scorpio (October 23 – November 21)
বৃশ্চিক রাশির জাতকরা তাদের বিবেক ও বাণী দিয়ে যে কোনও কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে সফল হবেন। অফিসে কাজের ক্ষেত্রে লক্ষ্যে পৌঁছতে সহকর্মীদের সাহায্য পাবেন। কাজের ক্ষেত্রে আপনার বিরুদ্ধে বিরোধী পক্ষের ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে।
সপ্তাহের দিনগুলি কেমন হবে– সপ্তাহের শুরুটা তেমন ভাল হবে না। তবে সপ্তাহের মাঝামাঝি পরিস্থিতির পরিবর্তন ঘটবে।এই সময় আর্থিক অবস্থার উন্নতি হবে। তবে শুক্রবার ও শনিবার পরিস্থিতি ফের একবার প্রতিকূল হতে পারে। এই সময় আর্থিক সমস্যা থেকে শুরু করে, শক্রপক্ষ মাথাচাড়া দেবে, গাড়ি সংক্রান্ত কোনও সমস্যা তৈরি হতে পারে। তবে রবিবার দুপুর থেকে পরিস্থিতির উন্নতি হবে। যে সব সমস্যাগুলো চিন্তা বাড়িয়েছিল সেগুলো অনেকটা ম্যাজিকের মতোই আপনা থেকেই মিটে যাবে।
স্বাস্থ্য– স্বাস্থ্য মোটের ওপর ভাল থাকবে তবে দাঁতের সমস্যা হতে পারে। দৈনন্দিন কাজে কোনও ব্যঘাত ঘটবে না ঠিকই তবে ব্যথায় কষ্ট পাবেন।
সম্পর্ক– প্রেমের জন্য সময়টা তেমন ভাল না। প্রেম দীর্ঘদিনের হোক কিংবা অল্প কয়েকদিনের সঙ্গীকে স্পেস দিন। কয়েকদিনের দূরত্বে টান বাড়াবে।বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে।
কী করবেন– বাধা বিপত্তি কাটাতে ও আর্থিক স্বচ্ছলতা বজায় রাখতে নারায়ণের পুজো করুন প্রতিদিন। উপকার পাবেন।
আরও পড়ুন