ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে ও ভরা কোটালের জলে রাজ্যের বেশ কয়েকটি জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চল ভয়ানক ক্ষয়ক্ষতির সম্মুখিন হয়েছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন। এমন কি মুখ্যমন্ত্রী নিজেও বিভিন্ন ক্ষতিগ্রস্ত জেলা ঘুরে দেখেছেন। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভার অন্তর্গত তাজপুর সংলগ্ন অঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকা ও উপকূলবর্তী বাঁধ পরিদর্শন করেন সাংসদ তথা যুব নেতা অভিষেক বন্দোপাধ্যায় সঙ্গে ছিলেন স্হানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি। সাংসদ স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন ও তাঁদের সমস্যা ও প্রশাসনের থেকে তাঁদের প্রত্যাশার কথাও শোনেন। আগামীদিনে বাঁধ সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের ব্যাপারে প্রশাসন যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় সে বিষয়ে আশ্বস্ত করেন। পরে কাঁথি উত্তর বিধানসভার শ্যামচক ও রসুলপুরের আশ্রয় শিবিরগুলি পরিদর্শন করে দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নেন। বৃহস্পতিবার ৩ রা জুন থেকেই দুর্গত মানুষেরা রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন বলে জানান তিনি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে রাজ্য সরকার দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে সে বিষয়েও দুর্গতদের আশ্বস্ত করেন অভিষেক বন্দোপাধ্যায়। যশ বিধ্বস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি দুর্গতদের সঙ্গে তাঁদের সুবিধা অসুবিধার কথা শোনেন ও সমাধানের নির্দেশ দেন। সাংসদ তথা যুব নেতা অভিষেক বন্দোপাধ্যায়। দুর্গত এলাকাগুলি ঘুরে দেখার মাঝে মেদিনীপুরের বীর সন্তান দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের মূর্তিতেও এদিন মাল্যদান করে শ্রদ্ধা জানান অভিষেক।