ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত দত্তপুকুর কাশিমপুর এলাকা। একদল দুষ্কৃতি হামলা চালায় তৃণমূল কর্মী সমর্থকদের উপর। তাঁদের বাড়ি চড়াও হয় আগ্নেয়াস্ত্র নিয়ে।ভাঙচুর করা হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ। বিধানসভায় ফলাফল ঘোষণার পর থেকেই জেলার বলেন, বিভিন্ন এলাকায় রাজনৈতিক অশান্তির খবর পাওয়া যাচ্ছে। অধিকাংশ যায়গায় বিজেপ কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছে বলে বিজেপির দাবি। তবে এক্ষেত্রে উল্টো। তৃণমূল কর্মীরাই আক্রান্ত হয়েছে বলে অভিযোগ। দত্তপুকুর কাশিম পুর গ্রাম পঞ্চায়েতের ২০০নম্বর পাটের ঘটনা। বৃহস্পতিবার বিকেলে হঠাৎই চারটে বাড়ির উপর আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এমনই দাবি এলাকাবাসীর। এলাকায় জমি বাড়ি যদি কেউ বানায় তাহলেই নাকি টাকা দিতে হয়, দীর্ঘদিন যাবৎ এমন অভিযোগ করে আসছে এলাকার মানুষেরা। বৃহস্পতিবার বিকেল বেলায় টাকার দাবি করে তিন-চারটে বাড়িতে গিয়ে বাড়ির জালনার কাচ, এমনকি এক মহিলার উপর আক্রমণ করে দুষ্কৃতিরা। একই সঙ্গে টাকার দাবি করে। এক বাড়িতে গিয়ে চড়াও হয়ে দুজন যুবককে মারধর করে বলে দাবি। এলাকার পঞ্চায়েত সদস্য নিখিল দাস বলেন, ”এর আগেও ডাকাতির সাথে যুক্ত ছিল এরা। এখন এলাকায় তোলাবাজি গুন্ডা বাজি করে বেড়ায় এবং রাতের অন্ধকারে অসামাজিক কাজকর্মের সঙ্গে লিপ্ত থাকে বলে অভিযোগ করেন পঞ্চায়েত সদস্যরা।এই ঘটনায় এক মহিলা সহ মোট চার জন আক্রান্ত।তাদেরকে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দত্তপুকুর থানার পুলিশ ।এই ঘটনায় জড়িত মুল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।