নিউ ইয়র্ক: টুইটার (Twitter) অধিগ্রহণ করার পরই এলন মাস্ক (Elon Musk) একধাক্কায় ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই (Lay-Off) করেছেন। প্রথমে বলা হচ্ছিল সংখ্যাটা ৩৫০০, কিন্তু এখন জানা যাচ্ছে, সপ্তাহান্তে (Weekend) আর ২০০০ জনকে ছাঁটাই করেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। ফলে মাইক্রো-ব্লগিং ওয়েবসাইট (Micro-Blogging Website) টুইটার থেকে কর্মী ছাঁটাইয়ের মোট সংখ্যা এখন সাড়ে পাঁচ হাজার। যদিও টুইটার তরফে এখনও পর্যন্ত বিশদে কোনও রকম তথ্য জানানো হয়নি। ছাঁটাইয়ের বিষয়ে পুরোপুরি মুখে কুলুপ এঁটে রেখেছে সংস্থা।
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, গত শনিবার নতুন করে মাস্ক যাঁদের ছাঁটাই করেছেন, তাঁরা চুক্তিভিত্তিক কর্মী (Contract Workers)। দ্বিতীয় দফাই যে ছাঁটাই পর্ব চলেছে, তাতে টুইটার থেকে ছাঁটাই হওয়ার সংখ্যাটা এখন সাড়ে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজারের মধ্যে ঘোরাফেরা করছে। আরও জানা গিয়েছে, দ্বিতীয় দফায় যাঁদের ছাঁটাই করা হয়েছে, তাঁদের আগে থেকে কিছু জানানো হয়নি। আমচকাই তাঁদেরকে ছেঁটে ফেলা হয়েছে। খবরে প্রকাশ, দ্বিতীয় দফায় যে কর্মীরা চাকরি হারিয়েছেন, তাঁরা কোম্পানি ইমেইল এবং কমিউনিকেশন সিস্টেমে লগইন করতে ব্যর্থ হওয়ার পর বুঝতে পারেন যে তাঁদের ছাঁটাই করা হয়েছে। দ্বিতীয় দফার তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট এবং সারা বিশ্বের টুইটার অফিসের কন্টেন্ট মডারেশন, রিয়েল এস্টেট, মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন বিভাগের কর্মীরা। চুক্তিভিত্তিক কর্মীদের অভিযোগ, তাদেরকে শ্রেফ মেইল করে ছেঁটে ফেলা হয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে “পুনঃঅগ্রাধিকার এবং সঞ্চয় অনুশীলন (Reprioritization and Savings Exercise)”-এর অজুহাত।
আরও পড়ুন: Lower back pain: কাবু করেছে কোমর ব্যথা? এই অবস্থায় কী করবেন আর কী করবেন না জানুন
এদিকে, টুইটারে গণছাঁটাই পর্বে বিভিন্ন দেশে এই মাইক্রো-ব্লগিং ওয়েবসাইট পরিষেবা ধীর গতিতে চলছে। মাস্ক তার জন্য ক্ষমা চেয়েছেন। তার আগে টুইটার কর্ণধার একটি টুইট করেছিলেন, সেখানে তিনি লিখেছিলেন – “টুইটারকে ক্রমশ জীবন্ত মনে হচ্ছে।” তার পরপরই মাস্ক টুইট করেন, “যাইহোক, কিছু দেশে খুব ধীর গতিতে চলছে টুইটার, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।” এর পাশাপাশি টুইটারে নতুন ফিচার আসছে ব্লু টিক পাওয়া ফেক অ্যাকাউন্ট ধরার জন্য। মাস্ক টুইট করে জানিয়েছেন, খুব শীঘ্রই এই ফিচার আসছে। এই ফিচার এলে টুইটারে কেউ ব্লু টিক নিয়ে থাকলে, তিনি যে সংস্থায় আছেন বলে দাবি করছেন, সেই সংস্থায় আর কেউ আছে কিনা, তা খতিয়ে দেখবে টুইটার। উল্লেখ্য টুইটারে ব্লু টিক (Blue Tick) পরিষেবা আগে কেবলমাত্র খ্যাতনামা ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, সাংবাদিক এবং বহুল পরিচিত বিশিষ্ট ব্যক্তিদের জন্য বরাদ্দ ছিল। মাস্ক টুইটার কেনার পর সেই নীতি পরিবর্তন করে জানিয়ে দিয়েছেন, মাসে মাসে আট মার্কিন ডলারের বিনিময়ে এই ব্লু টিক পাওয়া যাবে।