নিউ ইয়র্ক: টুইটার (Twitter) কিনেছেন সবে মাত্র সপ্তাহ দু’য়েক হয়েছে। তার মধ্যে নিত্যদিনই একের পর এক কড়া সিদ্ধান্ত নিয়ে চলছেন কর্ণধার এলন মাস্ক (Elon Musk)। কর্মী ছাঁটাই করেছেন, ব্লু টিক (Blue Tick)-এর জন্য দাম নির্ধারিত করেছেন এবং কন্টেন্ট মডারেশন পলিসি (Content Moderation Policy) পরিবর্তন করার বার্তা দিয়েছেন। যা নিয়ে সর্বত্র সমালোচনা চলছে, আবার কোথাও মাস্কের প্রশংসাও হয়েছে। কিন্তু এবার কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা ধনকুবের ইলন মাস্কের। বলা চলে সরাসরি সতর্কবার্তা। কোম্পানি একেবারে প্রায় দেউলিয়া (Bankruptcy) হওয়ার পর্যায়ে চলে এসেছে, আর তাই টুইটারকে বাঁচাতে গেলে আয়ের উৎস (Revenue Source) তৈরি করতে হবে। তাই জন্যেই মাস্ক বাধ্য হয়েছেন এই সমস্ত সিদ্ধান্ত নিতে।
কর্মীদের উদ্দেশে তাঁর প্রথম সরাসরি বার্তায় মাস্ক সতর্ক করে দিয়েছেন, সপ্তাহে আশি ঘণ্টা কাজ করতে হবে। কোনও অজুহাত চলবে না। বিনামূল্যের খাবার পরিষেবা (Free Food), তাও তুলে দেওয়া হচ্ছে। তবে সীমিত কিছু জায়গায় পাওয়া যাবে। তুলে দেওয়া হচ্ছে কর্মীদের জন্য ফ্রি ওয়াই-ফাই (Free WI-FI) পরিষেবাও। করোনা প্যানডেমিক (Corona Pandemic) পর্বে টুইটার ওয়ার্ক ফ্রম হোম (WFH) চালু করেছিল। সেটাও বন্ধ করে দিয়েছেন মাস্ক। সরাসরি বলে দিয়েছেন, সবাইকে অফিসে এসে কাজ করতে হবে, যাঁর পছন্দ নয়, তাঁরা চাকরি থেকে ইস্তফা (Resignation) দিতে পারেন।
আরও পড়ুন: Disha Patani Swimsuit: খোলামেলা পোশাকে জল-তরঙ্গ দিশা
মাস্ক ৪৪ বিলিয়ন মার্কিন ডলার খরচ করে টুইটার কিনেছেন ঠিকই, কিন্তু ১৩ বিলিয়ন ডলার ঋণের বোঝা আগেই থেকেই রয়েছে এই মাইক্রো-ব্লগিং ওয়েবসাইটের। যা চিন্তার বিষয়। মাস্ক টুইটার কেনার পর থেকে তাঁর একাধিক সিদ্ধান্ত নিয়ে অনেক সমালোচনা হলেও, এটা কিন্তু সত্যি, ঋণের বোঝা আছে এবং বিনিয়োগকারীরা টুইটারের ঋণের বোঝা কমাতে এগিয়ে আসতে চেয়েছেন, তবে তাঁরাও কিন্তু খুব একটা বড় পরিমাাণ অর্থ দিতে রাজি হচ্ছেন না। এতসবের মাঝে মাস্ক আবারও কড়া বার্তা দিয়েছেন, অবিলম্বে ব্লু টিক-এর জন্য অর্থ নেওয়া শুরু করতে হবে এবং সেই মতো তা চালুও হয়ে গিয়েছে পরিষেবা। টুইটার কর্মীদের টেসলা (Tesla) কর্ণধার যে সতর্কবার্তা দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে মাস্কের পরিচিতরা বলছেন, এলনের কাজ করার স্টাইল এটাই। কর্মীদের কড়া ধমক দিয়ে তিনি উৎসাহিত করেন। এতে আখেরে সেই সংস্থারই উন্নতি হয়। টুইটারেও এবার সেই কর্মসংস্কৃতি (Work Culture) চালু করনেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।