টুইটার (Twitter) থেকে কর্মী ছাঁটাই করছেন এলন মাস্ক (Elon Musk)। একই পথে কি ফেসবুকের (Facebook) প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)? বিখ্যাত পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল (Wall Street Journal) তেমনটাই জানিয়েছে। তাদের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ফেসবুকের পেরেন্ট সংস্থা মেটা (Meta) যা পরিকল্পনা করেছে তাতে হাজার হাজার কর্মী চাকরি (Job) হারাতে পারেন। তবে ওয়াল স্ট্রিট জার্নালের এই রিপোর্ট নিয়ে কোনও মন্তব্য করেনি মেটা সংস্থা।
সময়টা ভাল যাচ্ছে না মেটার। অক্টোবর মাসে তারা ‘ভবিষ্যদ্বাণী’ করেছিল, আগামী বছর স্টক মার্কেট ভ্যালু ৬৭ বিলিয়ন ডলার কমে যেতে পারে। এ বছর ইতিমধ্যেই এক ট্রিলিয়ন ডলারের অর্ধেক ভ্যালু নষ্ট হয়েছে। এই দুর্দশার কারণ দুনিয়াজুড়ে অর্থনীতি মন্থর হয়ে পড়ছে। রয়েছে টিকটকের (TikTok) সঙ্গে প্রতিযোগিতা। অ্যাপল (Apple) সংস্থার প্রাইভেসি পলিসি বদলও মেটাভার্সে বেশি অর্থ লগ্নিতে বাধা দিচ্ছে।
আরও পড়ুন: Elon Musk: দুনিয়ার নির্ভুলতম তথ্যসূত্র হবে টুইটার, লক্ষ্য স্থির করলেন এলন মাস্ক
চিফ এগজিকিউটিভ মার্ক জুকারবার্গ বলছেন, মেটাভার্স (Metaverse) ইনভেস্টমেন্ট ফলপ্রসূ হতে এক দশক লাগবে বলে তাঁর আশা। ততদিন পর্যন্ত খরচ কমাতে হবে। নতুন কর্মী নিয়োগ বন্ধ রাখতে হবে, প্রজেক্ট বন্ধ থাকবে, এবং কর্মীদল নতুন করে সাজাতে হবে। এই নতুন করে সাজানো নিয়েই উঠছে প্রশ্ন।
জুকারবার্গ বলেন, ২০২৩ সালে আমরা অল্পসংখ্যক হাই প্রায়োরিটি গ্রোথ এরিয়ায় অর্থ বিনিয়োগ করব। তার অর্থ কিছু টিম বাড়বে এবং অন্যান্য বেশিরভাগ টিম একই থাকবে অথবা সঙ্কুচিত হবে। ফেসবুকের প্রতিষ্ঠাতা বলেন, এখন যেমন আছি ২০২৩ সালের শেষে হয় তেমন আকারের সংস্থাই থাকব, কিংবা একটু ছোটও হয়ে যেতে পারি। প্রসঙ্গত, গত জুন মাসেই ইঞ্জিনিয়ারদের চাকরিতে নিয়োগ ৩০ শতাংশ কমিয়ে দিয়েছিল মেটা।