রূপচর্চা শুধু নয় দৈনন্দিন জীবনের নানা কাজে বেশ গুরুত্বপূর্ণ অলিভ অয়েল। ওজন কমানো থেকে শুরু করে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা, কোলেস্টেরল ও ক্যানসারের মত রোগ প্রতিরোধ করতে পারে এই তেল। তবে এ তো শুধু হাতে গোনা কয়েকটা উপকারিতার কথা। পুষ্টিতে ভরপর অলিভ অয়েলের কার্যকারিতা বলে শেষ করা যাবে না। এতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন, প্রাকৃতিক খনিজ পদার্থ, অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের জন্য ভীষণ উপকারী। ত্বক ও চুলের নানান সমস্যার সহজ সমাধান করতে পারে অলিভ অয়েল। যেমন-
ত্বকে আর্দ্রতার জোগান দেয়
ময়শ্চারাইজার হিসেবে দারুণ ভাল কাজ করে অলিভ অয়েল। ত্বকের ভেতর পর্যন্ত আর্দ্রতা পৌঁছায় এবং ত্বক সতেজ ও সুন্দর করে তোলে। শুষ্ক ত্বক যাদের তারা চোখ বন্ধ করে এই অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। শীতকালের জন্য রূপচর্চার একেবারে আদর্শ উপকরণ এই তেল।
ক্লেনজার
মেকআপ করার থেকে বেশি খাটনি হয় মেকআপ তুলতে! এই সময় এই অলিভ অয়েল ভীষণ কাজের। এক টুকরো তুলো এই অলিভ অয়েলে ভিজিয়ে নিন এবং আলতো হাতে মুখ মুছে নিন। এরপর আর একটা পরিষ্কার তুলো দিয়ে বাড়তি তেল ও মুখের ময়লা পরিষ্কার করে নিন।
ত্বক উজ্জ্বল করে
নিয়মিত মুখে ও গায়ে অলিভ অয়েল মাখলে দেখবেন আপনার ত্বক বেশ উজ্জ্বল দেখাবে।
ত্বকের বয়স বাড়তে দেয় না
অলিভ অয়েল ত্বকের নমনীয়তা ধরে রাখে। ত্বকের ইলাস্টিসিটি বাড়িতে তোলে এবং অকালপক্বতার হাত থেকে ত্বকের রক্ষা করে। ত্বকে পুষ্টি জোগায়, ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ সারিয়ে তোলে। এর ফলে ত্বক নিটোন ও সতেজ হয়ে ওঠে।
কিউটিক্যাল কেয়ার
বাড়িতে ম্যানিকিউর করলে অবশ্যাই অলিভ অয়েল ব্যবহার করুন। নেল পালিশের কারণ যদি আপনার নখের আভা হারিয়ে যায় সেক্ষেত্রে নখের ন্যাচারাল কালার ফিরিয়ে আনতে অলিভ অয়েল ব্যবহার করলে ভাল ফল পাবেন।
চুল বাড়াতে সাহায্য করে
অলিভ অয়েল দিয়ে নিয়মিত মাথা মালিশ করলে মাথার ত্বকও ভাল থাকে আবার চুলেরও উপকার হয়। এই তেল ব্যবহারের ফলে ত্বকের আর্দ্রতা বজায় থাকা এবং চুল মজবুত হয়। চুল পাতলা হয়ে যাওয়া কিংবা ফ্রিজি হেয়ারের ক্ষেত্রে ভীষণ ভাল কাজ করে অলিভ অয়েল। অলিভ অয়েল গরম করে মাথায় মালিশ করুন। এরপর দুঘন্টা মাথায় রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন। চাইলে তেল সারারাত মাথায় রেখে পরের দিন সকালেও ধুয়ে নিতে পারেন।
কন্ডিশনার হিসেবে দারুণ ভাল কাজ করে অলিভ অয়েল
শুধু যে চুল লম্বা করে তা নয় অলিভ অয়েল চুল নরম করে এবং চুলের জেল্লা বাড়িয়ে কয়েকগুন। তাই বাড়তি কন্ডিশনার ব্যবহারের প্রয়োজনও পড়ে না।
তাই আপনার ব্যাস্ত দিনলিপি থেকে কিছুটা সময় বার কের রূপচর্চায় এই অলিভ অয়েল ব্যবহার করে দেখুন। ফল হাতে নাতেই পাবেন।