অনলাইন শপিংয়ে বেশ মনে ধরেছিল সি গ্রিন কালারের লেদার ব্যাগ। পুজোর মরসুমে ছাড়ও ছিল বিস্তর। পকেটের কথা না ভেবেই পছন্দের জিনিস কিনে ফেলেছেন এক ক্লিকেই। পুজোর পর অফিসে চালু হলে, পছন্দের হ্যান্ড ব্যগটির সঙ্গ ছাড়তে পারেননি। সঙ্গে গেছে অফিসে। কম্প্লিমেন্টও পেয়েছেন প্রচুর! কিন্তু মাস কাটতে না কাটতেই শ্রী হারিয়েছে হালকা রঙয়ের ব্যাগ। নিত্যদিনের ব্যবহারে বেশ মলিন এখন। কাপড়ের ব্যাগ হলে নয় সার্ফের জলে ,চুবিয়ে ধুয়ে নিতেন কিন্তু লেদার ব্যাগ পরিষ্কার করবেন কীভাবে তা ভেবে পাচ্ছেন। কুছ পরোয়া নেহি! রইল উপায় –