কেরল: করোনার পর এবার জিকা ভাইরাসের হদিশ মিলেছে কেরলে (KERLA)৷ ইতিমধ্যেই রাজ্যজুড়ে জারি হয়েছে রেড অ্যালার্ট৷ এই বিষয়ে কেরালার স্বাস্থ্যমন্ত্রী ভীনা জর্জ বুধবার জনিয়েছেন, তিরুবনন্তপুরমের আনায়ারায় অত্যন্ত বেশি পরিমানে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রায় তিন কিলোমিটার এলাকা চিহ্নিত করা হয়েছে যেখানে জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।
বুধবারের একটি বিশেষ পর্যালোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, জিকা ভাইরাসের সংক্রমণ আটকাতে রাজ্য সরকার মশা নির্মূলের পদক্ষেপ নিচ্ছে। তিরুবনন্তপুরমে জিকা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে জেলা মেডিকেল অফিসে একটি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। জিকা ভাইরাসের বিরুদ্ধে সাবধানতা অবলম্বন করতে এবং অযথা আতঙ্কিত না হওয়ার জন্য জনগণের মধ্যে সচেতনতা তৈরির কাউন্সেলিংও শুরু করা হয়েছে।
জিকা এক ধরনের ভাইরাল ইনফেকশন। যা ছড়ায় মশার মাধ্যমে। সেই কারণে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তিরুবনন্তপুরমের অন্যান্য অংশে জিকা ভাইরাসের প্রতিরোধের ব্যবস্থা করা হয়েছে। করোনা ছাড়াও মশার উৎস যাতে কম হয় সেদিকে নজর রাখতে হবে। তিনি সাবধান করে দিয়েছেন, বাড়িঘর বা কোনও আশেপাশের জায়গায় যেন জল না জমে। কারণ জমা জলে মশা জন্মায়।