শীতকালে শুষ্ক হাওয়ায় দ্রুত আর্দ্রতা হারায় ত্বক। তাই এই সময় অন্যান্য ক্লেনজারের বদলে ব্যবহার করতে পারেন অয়েল ক্লেনজার। অনেকের ধারণা ফ্যানা যুক্ত সাবান বা ফোমিং ক্লেনজার দিয়ে মুখ না ধুলে তবেই মুখ ভাল ভাবে পরিষ্কার হয়। বিউটি এক্সপার্টরা জানাচ্ছেন এই ধারণা একেবারেই ঠিক না। বরং শীতকালে অয়েল ক্লেনজার ব্যবহার করলে একদিকে যেমন মুখের ময়লা ও অতিরিক্ত তেল পরিষ্কার হয় ঠিক তেমনই ত্বকের প্রয়োজনীয় আর্দ্রতা বজায় থাকে।
শুষ্ক, তৈলাক্ত কিংবা মিশ্র তাই আপনার ত্বকের ধরন যাই হোক না কেন, সব ত্বকের সমান যত্ন নেয় অয়েল ক্লেনজার। কীভাবে, জেনে নিন-
মুখ পরিষ্কার করতে সাবান বা ফোমিং ক্লেনজারের বদলে তেল ব্যবহার করলে ত্বকের উপরের স্তর সুরক্ষিত থাকে। সাবান বা ফোমিং ক্লেনজারের বদলে অয়েল ক্লেনজার ব্যবহার করলে ত্বক ঠিকমতো পরিষ্কারও হয় এবং ত্বকের আর্দ্রতাও নষ্ট হয় না। মেকআপ পরিষ্কার করার ক্ষেত্রেও এই অয়েল ক্লেনজার যথেষ্ট কার্যকরী। ত্বক থেকে মেকআপে ভাল করে পরিষ্কার করার পাশাপাশি ত্বকের প্রয়োজনীয় আর্দ্রতাও বজায় রাখে।এই ক্লেনজার মেকআপ পরিষ্কারের পাশাপাশি ত্বকের রোমকূপের ছিদ্র পরিষ্কার করে এবং ত্বককে ব্ল্যাকহেডস ও টক্সিন মুক্ত করে। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে এই অয়েল ক্লেনজার অতিরিক্ত সেবাম বা তেল পরিষ্কার করে।
অয়েল ক্লেনজারের এই ন্যাচারাল অয়েলগুলো ব্যবহার করতে পারেন
অয়েল ক্লেনজার দিয়ে ত্বক পরিষ্কার করবেন কীভাবে
হাতের তালুতে আধ চামচ অলিভ অয়েল ও আধ চামচ ক্যাস্টর অয়েল ঢেলে নিন।
মুখে তেল লাগিয়ে নিন। এ বার আঙুল দিয়ে ভাল করে মালিশ করুন যতক্ষণ না আপনার ত্বক সম্পূর্ণ তেল শুষে নিচ্ছে।
এরপর একটি পরিষ্কার ভেজা কাপড় দিয়ে বাড়তি তেল মুছে নিন এবং মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নিন।
এটি শুষ্ক ত্বকের ক্ষেত্রে খুবই ভাল কাজ করে। এই একই পদ্ধতি মেনে তৈলাক্ত ত্বক পরিষ্কার করুন। তবে অলিভ অয়েলের বদলে জোজোবা অয়েল ব্যবহার করুন।