নতুন সপ্তাহে আর্থিক স্বচ্ছলতা, চাকরি, স্বাস্থ্য ও সম্পর্ক কেমন থাকবে? কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছে কি? সপ্তাহ জুড়ে থাকবে চূড়ান্ত ব্যস্ততা নাকি সপ্তাহান্তে পরিবারের সঙ্গে সুখে আনন্দে কাটবে সময়। কেমন থাকবে সম্পর্কের সমীকরণ, ভুল বোঝাবুঝি মিটে ভালবাসার মানুষ কী কাছে আসবে? গ্রহ-নক্ষত্রের অবস্থানের বদল নতুন সপ্তাহে (৩১ অক্টোবর থেকে-৬ নভেম্বর) মকর, কুম্ভ ও মীন এই তিন রাশিতে কতটা প্রভাব ফেলবে জেনে নিন-
মকর(Capricorn)
পরিশ্রমের কোনও ঘাটতি না থাকলেও সপ্তাহের শুরুতে মন মতো ফল পাবেন না। ফলে মনক্ষুণ্ণ হবেন। রাশির দ্বাদশ স্থানে চন্দ্রের অবস্থানের কারণে মন হতাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে মকর রাশির জাতকদের মনোবল বাড়াবে পরিবার। এই সব সময় অনেক লুকোনো কথাও প্রকাশ্যে আসতে পারে। এই সপ্তাহে নতুন কিছুতে লগ্নির পথে হাটবেন না। এবং অচেনা কোনও ব্যক্তির ওপর ভরসা করবেন না। বরং সাবধান থাকুন। তবে মঙ্গলবারের বিকেল থেকে পরিস্থিতির বদল ঘটবে। আয়ে বৃদ্ধি হবে এবং কাজে সাফল্য আসবে।
কী করবেন– সব সময় অসহায় ব্যক্তির পাশে থাকার চেষ্টা করুন। এবং দুঃস্থদের যথাসম্ভব অন্ন দান করুন।
আরও পড়ুন: সাপ্তাহিক রাশিফল: মেষ, বৃষ ও মিথুন
কুম্ভ(Aquarius)
নতুন সপ্তাহের শুরুটা কুম্ভ রাশির জাতকদের দারুন কাটবে। সমস্ত কাজ সুসম্পন্ন হবে এবং কাজে সাফল্য মন খুশি করবে। তবে মঙ্গলবারের বিকেল থেকে এবং বুধবার আচমকা একাধিক সমস্যার সম্মুখিন হবেন। এই সময় এমন কিছু খবর পাবেন যাতে আপনার মন খারাপ হবে। তবে ধৈর্য্য বা মেজাজ হারালে চলবে না। যদি নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে কাজে কঠোর পরিশ্রমের ভাল ফল পাবেন। খারাপ পরিস্থিতিও মূহুর্তে বদলে যাবে। তবে চোখ বন্ধ করে ভরসা করবেন না। আপনার ভরসার মানুষ আপনাকে ঠকাতে দু’বারও ভাববে না।
কী করবেন– দুঃস্থদের অন্ন ও বস্ত্র দান করুন।
আরও পড়ুন: সপ্তাহিক রাশিফল কর্কট, সিংহ ও কন্যা
মীন(Pisces)
মীন রাশির জাতকদের জন্য নতুন সপ্তাহ বেশ ভালই কাটবে। কাজের অভাব থাকবে না। তবে কাজের চাপ থাকলেও মনে শান্তি থাকবে। মন মতো জিনিস পাবেন। যাঁরা খেতে ভালবাসেন তাদের মনোবাসনা পুরণ হবে। যাঁরা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাঁদের যাত্রা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ও ভিসার কাজ ভালভাবে মিটে যাবে। কাজের প্রতি আপনার মনোযোগ বাড়বে। আয়ের নতুন পথ খুলবে। গোটা সপ্তাহ ভালই কাটবে তবে বৃহস্পতি ও শুক্রবার একটু সামলে চলতে হবে। অন্যাবশ্যক বিবাদের সম্ভাবনা রয়েছে। বাড়বে খরচও।
কী করবেন– অসহায় মানুষের পাশে দাড়ান। কোনও পড়ুয়া অভাবে থাকলে তাকে পড়াশোনার জরুরি জিনিসপত্র কিনে দিন।
আরও পড়ুন: সাপ্তাহিক রাশিফল তুলা, বৃশ্চিক ও ধনু