নতুন সপ্তাহে আর্থিক স্বচ্ছলতা, চাকরি, স্বাস্থ্য ও সম্পর্ক কেমন থাকবে? কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছে কি? সপ্তাহ জুড়ে থাকবে চূড়ান্ত ব্যস্ততা নাকি সপ্তাহান্তে পরিবারের সঙ্গে সুখে আনন্দে কাটবে সময়। কেমন থাকবে সম্পর্কের সমীকরণ, ভুল বোঝাবুঝি মিটে ভালবাসার মানুষ কী কাছে আসবে? গ্রহ-নক্ষত্রের অবস্থানের বদল নতুন সপ্তাহে (৩১ অক্টোবর থেকে-৬ নভেম্বর) কর্কট, সিংহ ও কন্যা রাশিগুলিতে কতটা প্রভাব ফেলবে জেনে নিন-
কর্কট (Cancer)
কর্কট রাশির জাতকদের সপ্তাহের শুরুটা তেমন ভাল কাটবে না। একাধিক সমস্যা তৈরি হতে পারে। এবং আপনার কোনও কাজে মন বসবে না। মনের মধ্যে প্রচণ্ড ক্ষোভ ও রাগ তৈরি হবে। তবে হাজারো সমস্যা থাকলেও আপনার জন্য একটাই ভাল বিষয় যে এই সপ্তাহে আপনার আর্থিক অবস্থা বেশ ভাল থাকবে। সপ্তাহের শেষটা বেশ ভাল কাটবে। সমস্ত পরিকল্পনা ও কাজ আপনার মনের মতো হবে।
কী করবেন– সব রকম বাধা বিপত্তি কাটাতে গরীবদের অন্ন দান করুন।
আরও পড়ুন: সাপ্তাহিক রাশিফল মেষ, বৃষ ও মিথুন
সিংহ (Leo)
সপ্তাহের শুরুটা ভাল হবে। তবে মঙ্গলবারের দিনটিতে কিছু প্রতিকুলতা তৈরি হতে পারে। যদিও এটা ক্ষণস্থায়ী। কারণ বুধবার সকাল থেকেই পরিস্থিতির পরিবর্তন ঘটবে। আয় বাড়বে। তবে এই দিনগুলিতে কোনও বিবাদ-বিতর্কে জড়িয়ে পড়বেন না। ঘরে বা বাইরে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। শুক্র ও শনিবার সমস্ত চিন্তা মিটে যাবে। তা ছাড়া যে কোনও সমস্যাই হোক না কেন পরিবারের সকলকে আপনার পাশে পাবেন। কোনও ধার্মিক কাজের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কী করবেন– বাড়ির বয়স্কদের সেবা করুন এবং সম্ভব হলে গরিবদের অন্ন ও বস্ত্র দান করুন। ভাল ফল পাবেন।
আরও পড়ুন: সাপ্তাহিক রাশিফল তুলা, বৃশ্চিক ও ধনু
কন্যা (Virgo)
নতুন সপ্তাহে কন্যা রাশির জাতকদের জন্য খুব ভাল কাটবে। চাকরিতে উন্নতির যোগ প্রবল। সঙ্গে ইঙ্ক্রিমেন্টও পাবেন। এই সপ্তাহে জীবনে এমন কিছু পরিবর্তন ঘটবে যা পরিবারের সুখ-শান্তি আরও বাড়িয়ে তুলবে। কন্যা রাশির যে জাতকরা পড়ুয়া তাদের ভাল ফল পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। এমন কোনও ইচ্ছা বা লক্ষ্য যা সকলের থেকে আড়াল করেছেন তা পূরণ করার বিষয়ে মনে দ্বিধা ও কষ্ট তৈরি হবে। প্রেমের জন্য সময়টা বেশ ভাল। মনের মানুষের কাছে আসার সুযোগ পাবেন। বিবাহিত জীবন আগের থেকে অনেক সুখের হবে।
কী করবেন– বাড়ির বড়দের উপহার দিন এবং দুস্থদের কম্বল দান করুন।
আরও পড়ুন: সাপ্তাহিক রাশিফল মকর, কুম্ভ ও মীন