ইউজারদের জন্য সময়ে সময়ে নানা রকম ফিচার্স (Features) এবং রিফ্লেক্টিভ সার্ভিস (Reflective Services) নিয়ে হাজির হয়ে থাকে গুগল (Google)। এবার অ্যান্ড্রয়েড ১৩ (Android 13) অপারেটিং সিস্টেমেও সেরকম এক বড় চমক। পার-অ্যাপ ল্যাঙ্গুয়েজ (Per-App Language)। অ্যান্ড্রয়েড ১৩-এর এই নতুন ফিচার একেবারে বদলে দেবে আপনার ইউজার ইন্টারফেস (User Interface)। যে কোনও অ্যাপে আপনি যে কোনও ভাষা যোগ করতে পারবেন। সত্যি কথা বলতে, স্মার্ট ডিভাইস (Smart Device) ব্যবহারকারীরা বিভিন্ন অ্যাপে ভিন্ন ভাষা ব্যবহার করতে চান অনেক সময়তেই। কিন্তু, এতদিন সেটা করতে গেলে আপনার গোটা হ্যান্ডসেটের (Handset) ভাষাটাই পরিবর্তন হয়ে যেত। তবে এবার থেকে আর তা হবে না। পার-অ্যাপ ল্যাঙ্গুয়েজ ফিচার আপনাকে দেবে সেই সুবিধা।
পার-অ্যাপ ল্যাঙ্গুয়েজ কী?
আপনি এতদিন ধরে যেটা চাইছিলেন, সেটাই পার-অ্যাপ ল্যাঙ্গুয়েজ। যাঁরা একাধিক ভাষায় পারদর্শী এবং আপনার মোবাইল হ্যান্ডসেটে বিভিন্ন অ্যাপের জন্য পৃথক পৃথকভাবে সেট করতে একাধিক ভাষা, সেটাও করতে পারবেন। আর এর ফলে আপনার পুরো হ্যান্ডসেটের ডিফল্ট ল্যাঙ্গুয়েজও পরিবর্তন হবে না। যেমন ধরুন আপনি বাংলা এবং হিন্দি জানেন ইংরেজি ছাড়াও। কাজের ক্ষেত্রেও আপনাকে এই দু’টি ভাষার ব্যবহার করতে হয় ইংরেজি ছাড়া। ফলে ইংরেজির পরিবর্তে এই দুই ভাষা পৃথক পৃথকভাবে কোনও অ্যাপে ব্যবহার করতে চাইলে করতে পারবেন। আরও একটি সুবিধা হল, আপনি যদি কোনও বিদেশি ভাষা কিংবা ভারতের অন্যান্য রাজ্যের কোনও নির্দিষ্ট ভাষা শিখতে চান, তাহলে আপনি কোনও নির্দিষ্ট অ্যাপ সেই ভাষাতে ব্যবহার করতে পারবেন। এতে আপনার সেই ভাষাতে সড়গড় হতে সুবিধা হবে এবং ওই ভাষায় নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করার ফলে আরও সাবলীলভাবে ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন: USB-C for Apple iPhones: আইফোনে আসছে ইউএসবি-সি চার্জিং সুবিধা, নিশ্চিত করল অ্যাপল
কীভাবে অ্যাক্সেস করবেন এই ফিচার?
দেখে নিন, আপনার স্মার্ট ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম আপডেট দিচ্ছে কিনা। উপলব্ধ থাকলে অ্যান্ড্রয়েড ১৩ আপডেট করে নিন। আপডেট হয়ে গেলে তারপর চলে যান সেটিংস মেন্যুতে। স্ক্রল করে নামুন এবং সিস্টেম অপশনে ট্যাপ করুন। এরপর ল্যাঙ্গুয়েজ এবং ইনপুট অপশন দেখুন। সিলেক্ট করুন আপনার পছন্দের ভাষা। এবার বেছে নিন কোন কোন অ্যাপে আপনি কোন কোন ভাষা ব্যবহার করতে চান। অ্যাপ্লিকেশনে ট্যাপ করুন এবং নিউ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন।
অনেক সময় আপনার ডিভাইসে নির্দিষ্ট অ্যাপের ক্ষেত্রে আপনার বাছাই করা নির্দিষ্ট ভাষা নাও দেখাতে পারে সঙ্গে সঙ্গে। ডিভাইস রিস্টার্ট করুন এবং চেক করে নিন পরিবর্তন হল কি না, যেমনটা আপনি করতে চাইছিলেন।