Placeholder canvas
কলকাতা সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ |
K:T:V Clock
Monsoon Hair Care: বর্ষাকালে চুলের যত্ন নেবেন কীভাবে?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: সুদেষ্ণা নাথ
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১, ০৬:২৭:৫২ পিএম
  • / ৪০০ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সুদেষ্ণা নাথ

বর্ষাকালে আবহাওয়ায় আর্দ্রতার মাত্রা বেড়ে যায় বেশ কয়েকগুণ। এর প্রভাব পড়ে আমাদের শরীরের উপর। আর্দ্রতার কারণে মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে যায়। এরফলে চুলে আঠা ভাব, মাথায় খুশকি বেড়ে যায়, খুশকির ফলে চুলকানি সমস্যারও সৃষ্টি হয়। তৎক্ষণাৎ ব্যবস্থা না-নিলে অনেক ক্ষেত্রেই জীবাণুর  সংক্রমণ বাড়ে। এর ফলে চুলের গোড়া হালকা হয়ে চুল ঝরে পড়ে।  বর্ষাকালে মাথার ত্বক ও চুলের এই সব সমস্যাকে দূরে রাখতে মেনে চলুন এই বিষয়গুলি।

১. সপ্তাহে অন্তত দু’বার চুলে তেল দিন

সপ্তাহে অন্তত দু’বার মাথায় গরম তেল মালিশ করুন। এতে চুলের কোষে রক্ত সঞ্চালন বেড়ে যায় এবং মাথার ত্বকের ভিতর পর্যন্ত গিয়ে এটি চুলকে প্রয়োজনীয় পুষ্টি জোগায়। বারবার মাথা ধোওয়ার কারণে চুলে যে শুষ্কতা তৈরি হয়, তেল মালিশের পর তা অনেকটাই কমে যায়।

২. বৃষ্টিতে ভিজলে বাড়ি ফিরে অবশ্যই মাথা ধুয়ে নিন

বৃষ্টির জলে যে অ্যাসিটিডি থাকে তাতে আপনার চুলের pH ব্যালেন্স ক্ষতিগ্রস্ত হয়।এর কারণে মাথায় যে গ্রন্থিগুলি থাকে সেখান থেকে অতিরিক্তি তেলের নিঃসরণ হয়। এর ফলে চুল ও মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে নানা সমস্যার সৃষ্টি হয়। তাই এই সব সমস্যা এড়িয়ে চলতে বৃষ্টিতে ভিজে গেলে অবশ্যই বাড়ি ফিরে পরিষ্কার জল দিয়ে মাথা ধুয়ে নিন।

৩. যতটা সম্ভব অতিরিক্ত কেমিক্যাল যুক্ত শ্যাম্পু ও কন্ডিশনার এড়িয়ে চলুন

বর্ষাকালে মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে যাওয়ার ফলে এমনিতে একগাদা সমস্যা দেখা দেয়। তার উপর শ্যাম্পু ও কন্ডিশনারে থাকা সালফেট ও প্যারেবেনের মতো ক্ষতিকারক রাসায়নিকগুলি মাথার ত্বকে জমে থাকে। এর ফলে সংক্রমণের সমস্যা আরও বাড়তে পারে। এমনিতেই এই সময় চুলের গোড়া হাল্কা হয়ে যায়। সেইসময় এই কেমিক্যালসের প্রয়োগে চুল ভঙ্গুর হয়ে পড়ে।

৪.  চুলের স্বাস্থ্য ফেরাতে ঘরে তৈরি হেয়ার মাস্ক ব্যবহার করুন

বর্ষাকাল হোক, কিংবা গ্রীষ্ম বা শীতকাল, ঘরোয়া পদ্ধতিতে তৈরি মাস্ক সব সময়ই কার্যকরী। আয়ুর্বেদের এই তিনটি মাস্ক ব্যবহার করে ঘরে বসেই সুন্দর করে তুলতে পারেন আপনার চুল।

  • কারি পাতা, আগে থেকে ভিজিয়ে রাখা মেথির বিজ, তুলসী পাতা ও সবুজ ছোলা, সবকটি সমান পরিমাণ মিহি করে বেটে নিন। মাথার ত্বক ও চুলে ভাল করে এই মিশ্রণ লাগিয়ে নিন। এরপর ৩০মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন।
  • জবা ফুলের পাতা ও পুদিনা পাতা ভাল করে বেটে নিন। এতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। চুলের গোড়া থেকে চুলের ডগা পর্যন্ত এই মিশ্রণটি ভাল ভাবে লাগিয়ে নিন। ৩০মিনিট মাথায় রেখে কোনও মাইল্ড বা হারবাল শ্যাম্পু দিয়ে মাথা ও চুল ভাল করে ধুয়ে নিন।
  • রাতে শোওয়ার সময় ৩-৫ চা চামচ মেথি ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে মিহি করে এই ভেজানো মেথি বেটে নিন। ভাল করে মাথায় ও চুলে মিশ্রণটি লাগিয়ে নিন। এরপর ৩০-৪০মিনিট অপেক্ষা করে জলে ধুয়ে নিন।

৫. চুল শুকনো রাখুন

বর্ষাকালে মাথা ও চুল, দুই শুকনো রাখা খুবই প্রয়োজনীয়। চুল ভেজা থাকলে আরও বেশি দুর্বল থাকে এবং চুল ঝরার সম্ভাবনা কয়েক গুন বেড়ে যায়। বর্ষাকালে বাড়ির বাইরে বেরোলে ছাতা বা টুপি নিয়ে চলাফেরা করাই ভাল। ভেজা চুল একদম বাঁধবেন না। আগে শুকিয়ে নিন। ভেজা চুল বাঁধলে মাথায় ঘাম ও জলে দুর্গন্ধ তৈরি হতে পারে। ফাঙ্গাল ইনফেকশনেরও সম্ভাবনা বেড়ে যায় ।

৬. সুষম আহার খান

বৃষ্টি দিনে এক পেয়ালা গরম চা আর সঙ্গে গরম গরম তেলে ভাজা, পেঁয়াজি, চপ কাটলেট আরও কত কি! কিন্তু সাধু সাবধান! অতি লোভ করেছেন কী মরেছেন। খান তবে বুঝেসুনে। মাত্রাতিরিক্ত হলেই শরীর তো বটেই  সমস্যায় পড়বেন চুল নিয়ে। তাই তেল ভাজা খেলেও ব্যালেন্সড ডায়েট খান।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

কল্যাণীর স্কুলে মানবরূপী রোবট ‘সানন্দা’, শিক্ষাকর্মীর কাজ করবে
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
সুপ্রিম কোর্টে ডিএ মামলায় লিখিত বক্তব্য জমা দিল রাজ্য, কী বলা হল সেখানে?
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
বিকাশ ভবন অভিযানে পশ্চিমবঙ্গ, কলেজ অস্থায়ী শিক্ষাকর্মী মঞ্চ
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
মহানগরের মহাপুজো | ত্রিকোণ পার্ক
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
পুলিশ গরিবের ক্ষেত্রে কঠোর, ধনীর সামনে দন্তহীন! দাবি হাইকোর্টের
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
আরিয়ানের ‘ব্যাডস অব বলিউড’ সিরিজে বাংলার মেয়ে ঈশিকা নজর কেড়েছে!
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
এয়ার ইন্ডিয়া বিমান ধ্বংস, AAIB–এর প্রাথমিক রিপোর্ট ‘দায়িত্বজ্ঞানহীন’
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বড় দাবি করলেন রাজনাথ সিং
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
জুবিনের ডেথ সার্টিফিকেট দিল সিঙ্গাপুর, কী পদক্ষেপ জানালেন অসমের মুখ্যমন্ত্রী
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
মহিলা সহকর্মীর সঙ্গে কুকর্ম! বরখাস্ত দিল্লির নামি কলেজের প্রিন্সিপাল
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
সুপ্রিম কোর্টে রাজ্যপাল, নির্বাচক কমিটি থেকে মুখ্যমন্ত্রীকে বাদ দেওয়ার আর্জি
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
স্কুল শিক্ষিকা ও সহায়িকার মধ্যে হাতাহাতি, স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
বিচারপতি ভার্মার ইমপিচমেন্টে পরামর্শদানে বড় পদক্ষেপ লোকসভার
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
শুল্কযুদ্ধের মাঝে মার্কিন সফরে জয়শঙ্কর!
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
ঘাটালের পুজো কমিটিগুলির হাতে সরকারি অনুদানের চেক তুলে দিল পুলিশ প্রশাসন
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team