কলকাতা: রাত পেরোলেই ধনতেরাস (Dhanteras)। আলোর উৎসব দীপাবলির (Diwali) সূচনা। ধনতেরাস উপলক্ষ্যে লোকজন এই সময় নতুন কিছু কিনে থাকেন। মা লক্ষ্মী (Goddess Laxmi) এবং ধনদেবতা কুবেরের (Lord Kuber) আশীর্বাদ পেতে এবার আপনি কি কিনছেন – সোনা, রুপো, নাকি হিরে? তবে ধনতেরাসের প্রাক্কালে সুখবর ক্রেতাদের জন্য। শুক্রবার রেকর্ড দাম কমেছে সোনার। বলতে গেলে পাঁচ হাজার টাকা সস্তা হয়েছে সোনা (Gold)। ভারতীয় বাজারে ৫০ হাজার টাকার নিচে নেমে এসেছে সোনার দাম। এদিন এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম হয়েছে ২৪৩ টাকা অর্থাৎ ০.৪৮ শতাংশ দাম কমে এই মুহূর্তে দাম হয়েছে ৪৯,৯০০ টাকা। চলতি বছরে সোনার দামের যে সর্বোচ্চ স্তর ছিল, তার থেকে ৫ হাজার টাকা দাম কমেছে।
সোনার মতো দাম কমেছে রুপোর (Silver) ক্ষেত্রেও। বৃহস্পতিবার রুপোর দাম এক শতাংশ বৃদ্ধি পেয়েছিল। শুক্রবার তা কমেছে। ৪৬৬ টাকা অর্থাৎ ০.৮২ শতাংশ কমে রুপোর দাম হয়েছে ৫৬,১৮৭ টাকা।
বিশ্ব বাজারে সোনার দামের পতন লক্ষ্য করা গিয়েছে। এক আউন্স সোনার দাম বিশ্ব বাজারে ১,৬২২,৬৬ ডলার হয়েছে। এই নিয়ে লাগাতার ২ সপ্তাহ সোনার দাম নিম্নমুখী। তবে ধনতেরাসের উৎসবের সময় সোনার দাম কমায় লাভ হয়েছে বাংলা সহ ভারতবাসীর।
আরও পড়ুন: Breathe Into The Shadows – New Season : ‘ব্রিদ’-এর নতুন সিজন
কলকাতার খুচরো বাজারে দাম কত?
কলকাতার খুচরো বাজারে শুক্রবার পাকা সোনা (২৪ ক্যারেট, ১০ গ্রাম) কিনতে ৫০,৮০০ টাকা খরচ হবে। এর উপর জিএসটি যোগ হবে। অন্যদিকে ২২ ক্যারেট সোনার দাম পড়ছে ৪৮,২০০ টাকা আর হলমার্ক দেওয়া ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৮,৯০০ টাকা। মোট দামের সঙ্গে যোগ হবে জিএসটি।
রুপোর ক্ষেত্রে শুক্রবার কলকাতার খুচরো বাজারে দাম হলো – ১ কেজি রুপোর বাট ৫৬,২০০ টাকা। এর সঙ্গে অতিরিক্ত ১০০ টাকা। তার উপর যোগ হবে জিএসটি।