পুরুলিয়া: আদিবাসী এক যুবতীকে ধর্ষণ করার অভিযোগে ২ জনকে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাটি পুরুলিয়ার হুড়া থানা এলাকার। অভিযুক্ত দুই যুবকের নাম নয়ন বেশরা ও শত্রুঘ্ন হেমব্রম। জেরায় ধৃতেরা জানিয়েছে, টাকার জন্য এই কাজ করেছেন তাঁরা। এই কথা জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন: স্ত্রী’কে নিয়ে পালিয়ে যাওয়ায় যুবকের পেটে ছুরি
অভিযোগ, হুড়া থানার মতিপুর গ্রামের এই যুবতী গত মঙ্গলবার দুপুরে গ্রামের পাশের জঙ্গলে পাতা কুড়োতে যায়। সেই সময় পাশের গ্রামের ২ যুবক এই তরুণীকে একা পেয়ে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। প্রায় ঘন্টাখানেক পাশবিক অত্যাচার করার পর যুবতীকে পেলে পালিয়ে যায় ধৃতরা। অসুস্থ যুবতীটি কোনও রকমে বাড়ি ফিরে বাড়ির লোকজনকে সমস্ত ঘটনা খুলে বলে। সে দিন রাত্রেই হুড়া থানায় অভিযোগ জানায় যুবতীর পরিবার। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাত্রেই অভিযুক্ত ২ যুবককে গ্রেফতার করে হুড়া থানার পুলিশ।
আরও পড়ুন: চাকরির টোপ দিয়ে ডেকে বাইক নিয়ে চম্পট
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বাড়ি পাশের গ্রামে হোনাগোরাতে। তাঁদের বিরূদ্ধে ৩৭৬ ডি ধারায় মামলা করা হয়েছে। বুধবার তাঁদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে। হুড়া থানার পুলিশ আদালতে ধৃতদের ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন বিবাহিত, পেশায় লরিচালক। অন্যজন পরিযায়ী শ্রমিক। ঘটনার কথা স্বীকার করে ধৃত ২ যুবক জানিয়েছেন, টাকার বিনিময়ে এই কাজ করেছেন। কে বা কাদের নির্দেশে এই কাজ সেই নিয়ে শুরু হয়েছে তদন্ত।