তার নাচের ভক্ত শুধু বলিউডের দর্শকরা নয়। ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে তার নাচ আকৃষ্ট করে বহু মানুষকে। তা না হলে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুরাগ বসুর ছবি ‘কাইট’ এর শুটিং করতে গিয়েছিলেন বলিউডের হার্টথ্রব হৃত্বিক রোশন। সে খবর পেয়ে খ্যাতির চূড়ায় বসে থাকা মাইকেল জ্যাকসন নেমে এসেছিলেন হৃত্বিক এর সঙ্গে দেখা করতে। অল্প সময় হলেও তিনি জানান দিয়ে গিয়েছিলেন যে তার নাচ পাহাড়কেও স্পর্শ করেছে। কয়েক মিনিটের দেখায় ঋত্বিক পুত্রকে নিজের সঙ্গে ছবি তোলার সুযোগও করে দিয়েছিলেন মাইকেল। আসলে বলিউডের এই ‘গ্রিক গড’ এর নাচ মাইকেলকেও মুগ্ধ করেছিল।সেদিন হৃত্বিক আবিষ্কার করেছিলেন নিজেকে নতুন করে।
সম্প্রতি নিজের একটি নাচের ভিডিও পোস্ট করেছেন হৃত্বিক। কোনও মঞ্চ,সিনেমার সেটে নয়। নিজের বাড়িকেই ডান্সফ্লোরে পরিণত করেছেন বলি তারকা। সাদা-কালো অ্যানিমেশনে নাচলেন ঋত্বিক। সোশ্যাল মিডিয়ায় রিত্তিকের ফলোয়ার সংখ্যা কম নয়। তাদের জন্য প্রায়শই ডান্স মুভ ভিডিও পোস্ট করেন অভিনেতা। পায়ে স্নিকার্স পরে অতিপরিচিত মুভমেন্টে মেতেছেন তিনি।রয়েছে ‘ব্যাং ব্যাং’ ছবির টাইটেল ট্র্যাকের বিখ্যাত সেই স্টেপস, তেমনই রয়েছে মাইকেল জ্যাকসনের ‘মুনওয়াক’-ও! মুহূর্তেই এই ভিডিও হয়েছে ভাইরাল। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘যাঁরা অকারণেরই নাচেন, নাচতে ভালোবাসেন মঙ্গলবার করে তাঁদের সঙ্গেই কাটাতে চাই! প্রতি মঙ্গলবার এবার থেকে তিনি নিয়মিত এই কাজ করবেন। পোস্ট দেখে টাইগার শ্রফের মতন বলিউড নাচিয়ে-অভিনেতা তার গুরুর উদ্দেশ্যে লিখেছেন ‘আনটাচেবল’ অর্থাৎ ‘অধরা’। সত্যিই হৃত্বিক নাচের ফ্লোরে অধরা। সেই প্রথম ছবি ‘কহনা পেয়ার হে’ থেকে প্রতিটি ছবিতেই তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন তার নাচ দিয়ে। তার নাচে মুগ্ধ শুধু দর্শকরা নয়, বলিউড থেকে শুরু করে সমস্ত সেলেবরাও।
‘ওয়ার’ ছবির পর আরো একটি ছবি তৈরির পথে আদিত্য চোপড়া ও সিদ্ধার্থ আনান্দ। সেখানেও মধ্যমণি হৃত্বিক। তার বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ছবির নাম ফাইটার। এই ছবিতে দেখা যাবে আকাশে বাতাসে যুদ্ধের দৃশ্য। দীপিকার সঙ্গে এই প্রথম হৃতিকের জুটি। ছবির প্রস্তুতিও শুরু করে দিয়েছেন ঋত্বিক। সম্প্রতি বলিউড ফটোগ্রাফার ডাব্বু রত্নানির তোলা হৃত্বিক রোশনের খালি গায়ে ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় ডান্স ডিরেক্টর পরিচালক ফারাহ খান লিখেছেন, ‘বোঝা যায় কেন তোমাকে ‘গ্রিক দেবতা’ বলা হয়।’ এই ছবি দেখে নেটিজেনরা তাকে ‘ফায়ার ফাইটার’ বলেছে।