Placeholder canvas
কলকাতা বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
চতুর্থ স্তম্ভ: অমিত শাহ নরেন্দ্র মোদির ভাবশিষ্য, গুরুর পথে চলা একনিষ্ঠ ভক্ত মাত্র
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৬:১৬:৩০ পিএম
  • / ২২৮ বার খবরটি পড়া হয়েছে

জয়–বিজয়, করণ–অর্জুন, রাম আউর শ্যাম, সলিম–জাভেদ, শঙ্কর–জয়কিষণের মতই পরিচিত জোড়ি হলেন মোদি–শাহ। ২০১৪’তে লোকসভায় বিরাট জয়। অমিত শাহ নিজেই সামলিয়েছিলেন উত্তরপ্রদেশ, ৮০টা আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ৭১, সহযোগী অপনা দল ২টো। এরপরেই অমিত শাহ দলের সভাপতি আর তারপর থেকে তিনিই সভাপতি, সব্বাই জানেন ওই জগৎ প্রকাশ নাড্ডা হলেন আসলে এক কাঠপুতুল, যিনি কথা বলেন, নড়েন-চড়েন, সবই ওই অমিত শাহের ইসারায়। তারপর থেকে এক প্রচার সর্বত্র, মাঠে-ঘাটে, শহরে-বস্তিতে, এমনকি এলিট মহল, সাংবাদিক, রাজনৈতিক মহলেও চালু হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদি হলেন মাস লিডার, পপুলার লিডার, ভোট ক্যাচার আর অন্যদিকে অমিত শাহ হলেন স্ট্র্যাটেজিস্ট, চাণক্য, যিনি সবার অলক্ষে ঘুঁটি সাজিয়ে যাচ্ছেন, তিনিই বিভিন্ন প্রতিষ্ঠানকে চালাচ্ছেন, নির্বাচন কমিশন থেকে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, তিনিই দল ভাঙাচ্ছেন, এমএলএ কিনছেন, সরকার তৈরি করছেন। মানে দু’জনের মধ্যে একটা জব ডিস্ট্রিবিউশন আছে। একজন দল আর সরকারকে মাসের সঙ্গে, আম জনতার সঙ্গে জুড়ে রাখবেন, অন্যজন ঘুঁটি সাজাবেন, বিরোধীদের শেষ করে দেবেন। এরকম একটা প্রচার আছে, ধারণা আছে বটে, কিন্তু তার এক বর্ণও সত্যি নয়। ২০১২’র আগে ক’জন জানতেন মোদিজি একজন পপুলার লিডার? মাস লিডার? ২০১২’র আগে কোথায়, গুজরাট বাদ দিলে কোন রাজ্যের মানুষ মন্ত্রমুগ্ধের মত তাঁর কথা শুনেছে? কোথাও নয়। কিন্তু সেদিনও তিনি ছিলেন এক স্ট্র্যাটেজিস্ট, একজন চাণক্য, একজন ধুরন্ধর রাজনীতিবিদ, যিনি নির্বাচনে জেতার জন্য যা যা দরকার, সব কিছুই করতে পারেন, হ্যাঁ সব কিছু। আজকে যা যা অমিত শাহ সম্পর্কে বলা হয়, সব তিনি শুরু করেছেন, পথপ্রদর্শক বলা যায়। অমিত শাহের হাতে সেসব অস্ত্র তুলে দিয়েছেন, অমিত শাহ সেগুলো অক্ষরে অক্ষরে পালন করছেন মাত্র, বা কিছু কিছু ক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে গিয়েছেন, আরও তীব্র করেছেন। কিন্তু নরেন্দ্রভাই দামোদর দাস মোদী একজন মাস লিডার আর অমিত শাহ একজন স্ট্র্যাটেজিস্ট, এটা বলা ভুল হবে। আসুন এই দু’জনের জোড়ির শুরুটা একটু দেখে নেওয়া যাক, যা বলছি সেটা পরিস্কার হয়ে যাবে। শোনা যায় নরেন্দ্র মোদী ক্লাস এইট থেকেই আরএসএস-এ যোগ দিয়েছেন, নিয়মিত শাখায় যেতেন, এরপরে ৬৮/৬৯ নাগাদ তিনি রামকৃষ্ণ মিশনে যোগ দিয়ে সন্ন্যাসী হবার চেষ্টাও করেন, তারপর ৭০ থেকে সক্রিয়ভাবে আরএসএস করা শুরু করেন, আরএসএস-এর প্রচারক হয়ে ওঠেন। তিনি জনসঙ্ঘে যোগ দেননি, এক্কেবারে ১৯৮৫’তে বিজেপিতে যোগ দিলেন। অমিত শাহ কলেজ জীবনেই আরএসএস-এর শাখায় যাওয়া শুরু করেন, বায়োকেমিস্ট্রি নিয়ে গ্রাজুয়েশন করার পরে পারিবারিক ব্যবসাতে যোগ দেন, ১৯৮২’তে আরএসএস-এর এক সভায় নরেন্দ্র মোদির সঙ্গে যোগাযোগ হয়, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করতেন, ১৯৮৬’তে বিজেপিতে যোগ দেন। ওই সময় থেকেই তিনি মোদিজিকে দেখেছেন, তাঁর প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা রাজনৈতিক কর্মসূচিতে থেকেছেন, শিখেছেন, হয়ে উঠেছেন সুযোগ্য শিষ্য। বিজেপি বা আরএসএস যা করতো না, বা বলা ভাল তখনকার বিজেপি বা আরএসএস-এর রাজনৈতিক সংস্কৃতির সপূর্ণ বিপরীতে গিয়ে নরেন্দ্র মোদী প্রথম থেকেই তাঁর রাজনীতি করে গিয়েছেন। ধরুন এই পঞ্চায়েত ভোট, মিউনিসিপালিটি ভোট, কর্পোরেশন ভোট এগুলোতে বিজেপির ঝাঁপিয়ে পড়া কি অমিত শাহের স্ট্র্যাটেজি? হায়দ্রাবাদে নগরপালিকার নির্বাচন, ৬ জন মন্ত্রী, ১০ জন কেন্দ্রীয় নেতা, অমিত শাহ নিজে হাজির হলেন, টাকা-পয়সা, প্রচার, সভা, মিছিল দেখে মনে হচ্ছিল জেনারেল ইলেকশন, রেজাল্ট, কংগ্রেসকে সরিয়ে বিজেপি দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল, এখন তারাই কেসিআর-কে চ্যালেঞ্জ জানাচ্ছে, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির কে চন্দ্রশেখর রাও বিরাট সেকুলার বা গণতান্ত্রিক রাজনৈতিক মূল্যবোধ থেকে বিজেপির বিরোধিতা করছে না, তিনি বুঝেছেন, বিজেপির সঙ্গেই তাঁর লড়াই। এই যে বিজেপির দ্বিতীয় স্থানে উঠে আসা, তার পেছনে ওই হায়দ্রাবাদের নগরপালিকা নির্বাচন। একইভাবে এই বাংলার পঞ্চায়েত নির্বাচন, কর্পোরেশন, মিউনিসিপালিটি নির্বাচন, সবখানে বিজেপি যে সর্বশক্তি নিয়ে নামে, সেটা কি নতুন? সেটা কি অমিত শাহের চাণক্য নীতি? তাহলে এবারে দেখুন ১৯৮৭’র আহমেদাবাদ নগরপালিকা নির্বাচন। সরকার কংগ্রেসের, নগরপালিকাও কংগ্রেসের। এক স্বঘোষিত ডন, গ্যাংস্টার আবদুল লতিফ নিজেই ৫টা আসন থেকে দাঁড়াল। নির্বাচনী চিহ্ন সিংহ। লতিফ জেলে, তার সাগরেদরা একটা সার্কাসের সিংহকে খাঁচায় পুরে প্রচারে নামলো। ব্যাস। নরেন্দ্র মোদী মঞ্চে, পেছনে মা ভগবতী, সিংহবাহিনী, দেখো আমাদের দেবীর বাহন সিংহকে খাঁচায় পুরেছে, হিন্দু খতরে মে হ্যায়। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় পাঁচটা আসনেই লতিফ জিতল, কিন্তু বাকি আসনে বিজেপির জয়জয়কার, আবার নিয়ম অনুযায়ী, লতিফকে চারটে আসন ছেড়ে দিতে হল, সেই চারটের তিনটেতে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি, একটাতে বিজেপি সমর্থিত নির্দল, আবার নিয়ম অনুযায়ী তাঁরাই নির্বাচিত হিসেবে ঘোষিত হলেন। আহমেদাবাদ নগরপালিকা এল বিজেপির হাতে এবং তার ক’বছর পরেই বিজেপি রাজ্যের ক্ষমতায়। অন্য দল থেকে নিজের দলে নিয়ে আসা? দল ভাঙানো? কী ভাবছেন? অমিত শাহের স্ট্র্যাটেজি? ওই ১৯৮৭-তেই বিজেপি নগরপালিকায় সংখ্যাগরিষ্ঠতা পেল, কিন্তু মেয়র? জয়েন্দ্রভাই তিরকমলাল পণ্ডিত। ইনি প্রজা সোশ্যালিস্ট পার্টির নির্বাচিত প্রতিনিধি, তাঁকে দলে এনে মেয়র করলেন মোদিজি। ৮৭’র পরে দলে তাঁর কদর বাড়লো, তিনি হরিয়ানা, হিমাচল প্রদেশের দায়িত্ব নিলেন। ৯৬ সালে নির্বাচনের আগে মোদিজি কথা বললেন বংশীলালের সঙ্গে, হরিয়ানা বিকাশ পার্টির বংশীলাল, জরুরি অবস্থার সময় প্রতিরক্ষা মন্ত্রী, সঞ্জয় গান্ধীর চেলা বংশীলালের সঙ্গে নির্বাচনী আঁতাত, লক্ষ্য একটাই নির্বাচনে জিততে হবে আর জিততে হলে কেউ অচ্ছুৎ নয়, ন্যায়-নীতি ওসব রাজনীতিতে চলে না, শেখালেন মোদিজি, শিখলেন অমিত শাহ। এরপর হিমাচল প্রদেশ, হাং অ্যাসেমব্লি, প্রথমেই তিনি দলের প্রবীণ নেতা শান্তা কুমারকে ছেঁটে দিলেন, আনলেন অনেক নবীন প্রেম কুমার ধুমলকে। এরপর দুর্নীতির অভিযোগে কংগ্রেস থেকে বের করে দেওয়া সুখরামের সঙ্গে হাত মেলালেন, সুখরামের কাছে ৫ জন এমএলএ ছিল এবং শেষে কংগ্রেস নেতা, বিধায়ক গুলাব সিং ঠাকুরকে স্পিকার পদে দাঁড় করিয়ে দিলেন, বিজেপি’র ৩২, কংগ্রেসের ৩২ এমএলএ ছিল, কংগ্রেসের কমে হল ৩১, গুলাব সিং ঠাকুর জিতলেন, সুখরামের ৫ জনকে নিয়ে অনায়াসে বিজেপি সরকার তৈরি হল। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অনেকে এই পদক্ষেপ সমর্থন করেননি, কিন্তু মোদিজির চাপে মেনে নিয়েছেন। হ্যাঁ নরেন্দ্র মোদি পথ দেখিয়েছেন, অমিত শাহ কেবল সেটাই ফলো করছেন, সেই পথেই চলছেন মাত্র, তার বেশি কিছু নয়। এই যে আজকের অমিত শাহের রাজ্যে রাজ্যে চিন্তন বৈঠক, নেট নেই, মোবাইল বন্ধ, কাগজ নেই, কেবল আলোচনা, খাওয়া-দাওয়া আর সংগঠন কীভাবে বাড়ানো যাবে, তার চিন্তা। এর শুরুয়াত করেছিলেন ওই নরেন্দ্র মোদি। সংগঠনের সবাইকে নিয়ে চলে গিয়েছিলেন গুজরাটের গির, তিন দিনের চিন্তন বৈঠক। নরেন্দ্র মোদিই শুরু করেছিলেন হুইস্পারিং ক্যাম্পেন, বাজারে, বাস স্ট্যান্ডে, চায়ের দোকানে চলে যাও। যেন সাধারণ ৫/৬ জন মানুষ, তারপর বলতে থাক, বিজেপি জিতছেই। বাংলাতে এই ক্যাম্পেনের শুরুয়াত ২০১৯-এর নির্বাচনে, কাজেও দিয়েছিল। এসব মোদিজির দেখানো পথ, অমিত শাহ কেবল সেই পথে চলছেন, বা বলা যায়, আরও ভালোভাবে চলার চেষ্টা করছে, কিন্তু তিনি এখনও এমন কিছু করেননি, যাকে নতুন কিছু বলা যায়। প্রতিহিংসা? আসুন হরেন পান্ডিয়ার কথাই বলা যাক। এলেবেলে লোক নন, আহমেদাবাদ শহরের নির্বাচিত এমএলএ, রাজ্যের পুলিশ দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন, গুজরাট দাঙ্গার সময়ে। মে মাসেই আউটলুক পত্রিকাকে তিনি জানিয়েছিলেন, ওই দাঙ্গা শুরু হওয়ার পরে ২৭ ফেব্রুয়ারি ২০০২ সালে নরেন্দ্র মোদির ঘরে এক বৈঠকে পুলিশ অফিসারদের নির্দেশ দেওয়া হয় হিন্দু মানুষজনরা যা করছে করতে দিন, পুলিশ যেন ওই সব দাঙ্গার জায়গায় না যায়। হ্যাঁ তিনি এই কথা স্পষ্ট করেই জানান, যে কথা পরে আইপিএস অফিসার সঞ্জীব ভাটও বলেছিলেন। ২০০৩-এ হরেন পান্ডিয়াকে মৃত অবস্থায় তাঁর গাড়িতে পাওয়া যায়, কারা তাঁকে খুন করলো? জানা যায়নি। আরআইপিএস অফিসার সঞ্জীব ভাট আজও জেলে। হ্যাঁ মোদিজির রাজনীতির প্রত্যেক চাল, অ আ ক খ মন দিয়ে শিখেছেন অমিত শাহ। তিনি একজন সুযোগ্য শিষ্য, গুরুদেব নরেন্দ্রভাই দামোদর দাস মোদী।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

সাফল্য ভারতীয় সেনার, সিয়াচেনে ইউনিফর্ম লঞ্চিং প্যাড ইনস্টলের কাজ শুরু ভারতের
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
আগামী সপ্তাহে ভারতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
কর্মসংস্থানের দিশা দেখাবে দিঘার জগন্নাথ মন্দির, দাবি মমতার
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
জগন্নাথধাম নিয়ে প্রশাসনিক বৈঠক মমতার
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
সরকারি হাসপাতালে ‘ব্ল্যাক লিস্টেড’ ইঞ্জেকশন! অসুস্থ ৫ প্রসূতি
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
হঠাৎ বাতিল প্রধানমন্ত্রীর জম্মু-কাশ্মীর সফর, বন্দে-ভারত উদ্বোধন বিশ বাঁও জলে
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
ভবানী ভবনে তুলকালাম কাণ্ড, সুকান্ত পৌঁছতে এ কি অবস্থা?
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
দুবাইয়ে ৩ ভারতীয়র উপর হামলা পাকিস্তানি আততায়ীর, মৃত ২
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
যন্তর মন্তরে চাকরিহারারা, ‘ইতিবাচক ফল’ না মিললে আমরণ অনশন, কর্মসূচি ঘোষণা
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
অতীত লিখতে পারেন না, কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
কোভিডের সময় থেকে শিক্ষা নিয়ে অতিমারি মোকাবিলায় বিরাট পদক্ষেপ নিল ‘হু’
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
যাত্রী সুবিধার্থের কথা ভেবে এবার রেলের কামরায় চালু এটিএম
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
হার্ভার্ড-কে ‘উগ্র বামপন্থীদের আশ্রয়স্থল’ বলে নিশানা ট্রাম্পের
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
মধ্যপ্রদেশের গুনায় উত্তেজনা, বিজেপি কাউন্সিলারের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
প্রিয়াঙ্কার স্বামীও কি এবার রাজনীতিতে? কী বললেন সোনিয়ার জামাই?
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team