জাতীয় সঙ্গীতে (National Anthem) ‘উৎকল’, ‘বঙ্গ’ উধাও! তাও আবার খুদেদের পাঠ্যবইয়ে। সৌজন্যে যোগী সরকার। ঠিক তাই, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কৌশাম্বীতে (Kaushambi) এরকমই অমার্জনীয় ছাপার ভুল ধরা পড়ল। যথারীতি পর মুহূর্তেই তা নিয়ে নিন্দার ঝড় উঠেছে দেশ জুড়ে। সকলেই বুঝতে পারছেন এটা ছাপার ভুলে হয়েছে, কিন্তু প্রশ্ন উঠেছে যে, এতবড় ভুলের দায় কার? কেন এত বড় ভুল হল? জাতীয় সঙ্গীত নিয়ে এমন ছেলেখেলার মতো আচরণের জন্য সরকার কী পদক্ষেপ নেবে?
যোগী-রাজ্যের কৌশাম্বীর পঞ্চম শ্রেণির পাঠ্যবইয়ে এই মুদ্রণ প্রমাদ ধরা পড়েছে। শুধু তাই নয়, ভুল ছাপার পরও সকলের অলক্ষ্যে সেই বই ছাত্রছাত্রীদের মধ্যে বিলি করা হয়েছে। বইতে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীতের পংক্তি থেকে ‘উৎকল’, ‘বঙ্গ’ শব্দ দুটি বাদ পড়ে গিয়েছে। এনিয়ে দেশের শিক্ষাবিদ ও বিশেষজ্ঞ মহলে সমালোচনার ঝড় উঠেছে। তাঁরা ছাপার ভুলের চেয়েও জাতীয় সঙ্গীতের অবমাননার বিষয়টি বেশি করে তুলে ধরেছেন।
আরও পড়ুন: Cattle Scam: বোলপুরে ফের সিবিআই, জিজ্ঞাসাবাদ কেষ্ট ঘনিষ্ঠ ব্যবসায়ীকে
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, আড়াই থেকে ৩ লক্ষ বই এই ভুল ছাপাসহ স্কুলে স্কুলে বিলি করা হয়ে গিয়েছে। শিক্ষা দফতর যদিও ছাপাখানার তরফে নিজেরাই এটাকে ভুল বলে স্বীকার করে নিয়েছে। প্রকাশককে এক সপ্তাহের মধ্যে সমস্ত বই ফেরত নিয়ে সংশোধিত বই বিলি করার নির্দেশ দেওয়া হয়েছে। পড়ুয়াদের বিনামূল্যে বই বিতরণের অঙ্গ হিসেবে পঞ্চম শ্রেণির হিন্দি বইয়ে জাতীয় সঙ্গীতে ভুল ছাপার বিষয়টি ধরা পড়ে। বইয়ের একেবারে শেষ পাতায় জাতীয় সঙ্গীত রয়েছে। উত্তরপ্রদেশে এপ্রিল থেকে শিক্ষাবর্ষ শুরু হলেও বছরের শেষ নাগাদ সরকারি বিনামূল্যের বই এসে পৌঁছেছে।
এক শিক্ষা আধিকারিক বলেন, প্রকাশনা সংস্থার তরফে ভুল হয়েছে। আমরা ওদের ভুল সংশোধন করে নতুন করে বই বিলি করতে বলে দিয়েছি। রাজ্যের প্রাথমিক শিক্ষা দফতর (UP Basic Education Department) কৌশাম্বীর প্রাথমিক শিক্ষা অধিকারীকে এই ভুলের জন্য নোটিস দিয়ে জানতে চেয়েছে, কারা এর জন্য দায়ী। কেন বই ভালো মতো পরীক্ষা না করে পড়ুয়াদের বিলি করা হয়েছে, তারও কৈফিয়ত চেয়েছে রাজ্য সরকার।