এবার ওয়েবে এক সারোগেট মায়ের গল্প। নেটফ্লিক্সে আসতে চলেছে নতুন ওরিজিনাল ফিল্ম ‘মিমি’। মুক্তি পেল ছবির ট্রেলার।ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কৃতি স্যানন এবং পঙ্কজ ত্রিপাঠি। পাশাপাশি ছবিতে দেখা যাবে সুপ্রিয়া পাঠক কাপুরকেও।সারোগেট মায়ের ভূমিকায় রয়েছেন অভিনেত্রী কৃতি স্যানন।
‘মিমি’-র প্রযোজনার দায়িত্বে রয়েছেন স্ত্রী,বালা,লুকাছুপির মতো বক্সঅফিসে সফল ছবির প্রযোজক দীনেশ ভিজন।ছবির পরিচালক লক্ষ্মণ উতেকর। গানের সুর এবং ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করেছেন এ আর রহমান। অন্য পাঁচটা নেটফ্লিক্স ওরিজিনাল মুভির থেকে মিমি-র গল্প যে একেবারেই অন্যরকম হতে চলেছে সেটা কিন্তু ট্রেলার দেখেই বেশ বোঝা যাচ্ছে।কিন্তু এ তো শুধুই ট্রেলার,গোটা ফিল্ম দেখতে আপনাদের আরও একটু অপেক্ষা করতেই হবে,কারণ ৩০ জুলাই শুরু হবে ছবির স্ট্রিমিং।