‘তলবার’ ছবির পর ফের মেঘনা গুলজারের ছবিতে কাজ করতে চলেছেন খ্যাতনামা অভিনেতা নীরজ কবি।সিনেপ্রেমী মহলে রীতিমতো চর্চায় রয়েছে গুলজার তনয়া আগামী ছবি ‘সাম বাহাদুর’।ফিল্ড মার্শাল সাম মানেকশর চরিত্রে নজর কাড়বেন অভিনেতা ভিকি কৌশল।তাঁর স্ত্রীর ভূমিকায় ছবিতে অভিনয় করছেন সানায়া মালহোত্রা।পাশাপাশি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে ছবিতে দেখা যাবে আর এক দঙ্গল গার্ল ফতিমা সানা শেখকে।অগস্টেই সাম বাহাদুর ছবির শ্যুটিং শুরু করেছেন পরিচালক মেঘনা গুলজার।সদ্যই সাম মানেকশর বায়োপিক নিয়ে মিলেছে লেটেস্ট আপডেট।শোনা যাচ্ছে ছবিতে ইন্দিরা গান্ধীর পাশাপাশি দেখা যাবে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহুরুকে।তাঁর সময়েও ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ পদে ছিলেন সাম মানেকশ।জানা যাচ্ছে সাম বাহাদুর ছবিতে জওহরলাল নেহুরুর চরিত্রে অভিনয় করছেন নীরজ কবি।এর আগেও তলবার ছবিতে একসঙ্গে কাজ করেছেন মেঘনা ও নীরজ।সাম বাহাদুর নিয়ে রয়েছে আরও আপডেট।বর্তমানে কাশ্মীরে ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন ভিকি কৌশল।কিছুদিনের মধ্যেই মিটবে শ্যুটিং পর্ব।এরপর সাম বাহাদুর-এর শ্যুটিং হবে রাজধানী দিল্লিতে।