চলতি মাসেই একসঙ্গে ক্যামেরার সামনে আসছেন আদিত্য চোপড়ার দুই স্পাই পাঠান ও টাইগার।মণীশ শর্মা পরিচালিত টাইগার ৩ নিয়ে ভক্তমহলে জল্পনার অন্ত নেই।কারণ টাইগার জিন্দা হ্যায়-এর পর ফের রূপোলি দেখা যাবে জাসুস টাইগার সলমন ও আইএসআই এজেন্ট জোয়া ওরফে ক্যাটরিনা কাইফকে।ছবিতে ভিলেনের চরিত্রে রয়েছেন ইমরান হাসমি।ইতিমধ্যেই ছবির সিংহভাগ শ্যুটিংও মিটে গিয়েছে।টাইগার ৩ তে সলমনের সঙ্গে যে দেখা যাবে শাহরুখকে এমনটা জানা গিয়েছে অনেকদিন আগেই। শোনা যাচ্ছে,ছবিতে জাসুস টাইগারকে সাংঘাতিক বিপদ থেকে বাঁচাতে অবতীর্ণ হবেন যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের আর এক স্পাই পাঠান।যদিও চলতি বছরে ব্যস্ত থাকার দরুন এখনও টাইগার ৩-র ছবির শ্যুটিং করতে পারেননি শাহরুখ খান।শোনা যাচ্ছে, সেপ্টেম্বরের শেষ দিকে জওয়ান ও ডাঙ্কি-র শ্যুটিং থেকে খানিকটা ছুটি পাবেন কিং খান।তখনই টাইগার ৩-র শ্যুটিং শেষ করবেন তিনি।শাহরুখের শ্যুটিং পর্ব মিটলেই ফাইনালি ছবির র্যাপ আপ ঘোষণা করবেন পরিচালক মণীশ শর্মা।আগামী বছর ২১ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাবে টাইগার ৩।