ম্যানিকিউর করেও শেষ রক্ষা হচ্ছে না? এক সপ্তাহ হতে না হতেই ফের মলিন হয়ে পড়ছে হাত ও নখের সৌন্দর্য। এমনকি লং লাস্টিং নেল পলিশ লাগিয়েও ম্যানিকিউর করা হাতের সৌন্দর্য দীর্ঘস্থায়ী করা সম্ভব হচ্ছে না। এই অবস্থা যদি আপনারও হাতের হয়ে থাকে তাহলে জেনে নিন ম্যানিকিউরের পর কীভাবে নেবেন হাত ও নখের যত্ন। হাতের যত্নে এই ছোট বিষয়গুলি মাথায় রাখলে দীর্ঘস্থায়ী হবে ম্যানিকিউর। যেমন-
নখে নিয়মিত কিউটিক্যাল অয়েল ব্যবহার করতে হবে
অধিকাংশ মহিলা নিজেদের নেল কেয়ার রুটিনে কিউটিক্যাল অয়েল রাখেন না। এদিকে নখের স্বাস্থ্য বজায় রাখতে এই কিউটিক্যাল অয়েল বেশ গুরুত্বপূর্ণ। ম্যানিকিউর দীর্ঘস্থায়ী করে কিউটিক্যাল অয়েল। তাই প্রত্যেকদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে কিউটিক্যাল অয়েল নখে লাগিয়ে নিন। এই তেলে থাকা ভিটামিন আপনার নখে প্রয়োজনীয় পুষ্টি জোগাবে এবং নখ হাইড্রেট রাখবে। ফলে নখের স্বাস্থ্য ভাল হবে। নখ মজবুত থাকবে এবং অল্পেই ভঙ্গুর প্রবণ হয়ে পড়বে না। বাড়িতে কিউটিক্যাল অয়েল না থাকলে নারকেল তেল কিংবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।
কোটের পর কোট নেল পালিশ লাগাবেন না
ম্যানিকিউরের সময় অনেকেই ইনটেন্স লুক পেতে নখে নেল পালিশের কয়েক প্রলেপ লাগিয়ে নেন। তবে ৩ কোটের বেশি নেল পালিশ লাগালে ‘নেলপালিশ চিপিংয়ের’ সমস্যা দেখা দেবে। মানে নখের মাঝখান বা এদিক ওদিক থেকে নেল পালিশের চটা উঠবে। দেখতে খুবই বাজে লাগবে।
অতিরিক্ত গরম জল এড়িয়ে চলুন
অনেকেই জানেন না, ম্যানিকিউর করার পর হাতে গরম জল না লাগানোই ভাল। প্রচন্ড গরম জলে একদিকে যেমন জলের আর্দ্রতা নষ্ট হয়। এদিকে নেল পালিশ ব্যবহারের পর গরম জল লাগালে নখের আসেপাসের অংশ জল জমতে শুরু করে। এর ফলে নেল পালিশ অল্পেই উঠে গিয়ে দেখতে খারাপ লাগে। যেমন স্নানের সময়, বাসন মাজার সময় কিংবা বাথটাবে গরম জল ব্যবহারে হাতের সমস্যা দেখা দিতে পারে। চেষ্টা করুন যত সম্ভব গরম জল থেকে হাত ও নখ যতক্ষণ ভাল রাখা যায়।
ম্যানিকিউর করার পর এক্সফোলিয়েট করবেন না
এক্সফোলিয়েট করা যদিও ত্বকের জন্য উপকারী তবে ম্যানিকিউর করেই এক্সফোলিয়েট না করাই ভাল। এক্সফোলিয়েট প্রোডাক্ট নেল পালিশ নষ্ট করে দিতে পারে।
ঘরের কাজ করার সময় গ্লাভস পরে নিন
ঘর পরিষ্কারের সময় ক্লিনিং প্রোডাক্টস বা কেমিক্যালের সংস্পর্শে এসে হাত বা নখের ক্ষতি হতে পারে। তাই ঘর পরিষ্কার করার সময় হাতে গ্লাভস পরে নিন। বাসন মাজার সময়েও গ্লাভস পরুন। এতে কেমিক্যাল, সাবান কিংবা সোডা হাতের ত্বকের ক্ষতি করতে পারবে না।
হাত নিয়মিত ময়শ্চারাইজ করুন
ত্বক ভাল রাখতে ময়শ্চারাইজারের কোনও বিকল্প নেই। হাতের ত্বক ভাল রাখতে তাই নিয়মিত রাতে ঘুমোতে যাওয়ার আগে ময়শ্চারাইজার ব্যবহার করুন। ম্যানকিউর করিয়ে কোকো বাটার কিংবা হ্যান্ড লোশন অবশ্যই ব্যবহার করুন। ত্বক পর্যাপ্ত আর্দ্রতা পেলে ম্যানিকিউর দীর্ঘস্থায়ী হবে। হাত নরম ও সুন্দর থাকবে।