লখনউ: যোগীর শাসনে উত্তরপ্রদেশে জঙ্গলরাজ চলছে৷ আইনশৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে৷ নিলর্জ্জভাবে নীতি-নিয়মকে লঙ্ঘন করা হচ্ছে যোগী জমানায়৷ ৭৪ জন প্রাক্তন আমলা তাঁদের এই উদ্বেগের কথা জানিয়ে এবার চিঠি লিখলেন৷ চিঠিতে বলেছেন, তাঁদের সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগাযোগ নেই৷ কিন্তু দেশের সংবিধানের প্রতি তাঁরা দায়বদ্ধ৷ উত্তরপ্রদেশে যা চলেছে তা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ওই আমলারা৷ তাঁদের যন্ত্রণার কথা চিঠিতে লিখেছেন৷
আরও পড়ুন: যোগী রাজ্যে নিগৃহীত দলিত যুবক
চিঠিতে দাবি করা হয়েছে যে, উত্তরপ্রদেশের শাসনব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে৷ যেভাবে শাসনব্যবস্থা চলছে তা ভারতের সাংবিধানিক কাঠামো থেকে অনেক দূরে৷ বিরোধী কণ্ঠস্বরকে রোধ করার জন্য প্রতিবাদীদের উপর পুলিশ অত্যাচার করছে৷ অন্তত ১০ হাজার ৯০০ এফআইআর দায়ের করা হয়েছে প্রতিবাদীদের বিরুদ্ধে৷ পুলিশের গুলিতে ২২ জনের মৃত্যু হয়েছে৷ শাসনব্যবস্থা ছাড়াও রাজ্যের কোভিড পরিস্থিতি সামলাতে যোগী সরকার ব্যর্থ বলে দাবি করা হয়েছে চিঠিতে৷
আরও পড়ুন: যোগী রাজ্যে ভোটে হিংসা, পুলিশ সুপারকে চড়
গো-হত্যার অভিযোগে রাজ্যের সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে৷ বলা হয়েছে, গো-রক্ষকরা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে৷ অথচ পুলিশ তাদেরকেই রক্ষা করছে৷ এই সমস্ত দলের সদস্যদের ‘পুলিশ মিত্র’ নামে নিয়োগ করা হচ্ছে৷ যার ফলে সহজেই এরা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে৷ সংখ্যালঘুদের উপর এমন আচরণে তারা ক্ষুব্ধ৷