Placeholder canvas
কলকাতা রবিবার, ০৫ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
এই চপেটাঘাত কি হজম করবেন মোদি-শাহ ?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২, ০৪:৩৭:১২ পিএম
  • / ১০৭ বার খবরটি পড়া হয়েছে

অস্তিত্বের সংকটে বিজেপির তথাকথিত ‘চাণক্য’-রা৷ দিল্লির কন্ট্রোল রুমের অতি চালাকিতে লাইনচ্যুত বিহারের ডবল ইঞ্জিন৷ নীতীশ কুমারকে ‘বিশ্বাসঘাতক’ বলে সেই দায় ঝেড়ে ফেলতে পারছেন না মোদি-শাহ৷ পাটলিপুত্র-পলিটিক্স বুঝিয়ে দিল, রাজনীতিতে কেন্দ্রীয় এজেন্সি কখনই শেষ কথা বলে না৷ সঠিক নেতৃত্ব, রাজনৈতিক বুদ্ধি এবং তার প্রয়োগ প্রক্রিয়াকে পিছনের বেঞ্চে পাঠালে প্রতিক্রিয়া এমনই হয়৷

নিজেদের চরমতম ব্যর্থতা ঢাকতে দেশজুড়ে এজেন্সি-রাজ কায়েম করেছেন মোদি-শাহ৷ সঙ্গত বিরোধিতার টুঁটি চেপে ধরতে কেন্দ্রের শাসক দল বিরোধী শিবিরের দিকে নির্বিচারে লেলিয়ে দিয়েছে সিবিআই-ইডি-কে৷ দলীয় সংগঠন, দলের ভাবমূর্তি, নেতৃত্বের সফলতাকে সামনে রেখে নয়, ‘বিরোধীমুক্ত ভারত’ গড়তে মোদি- শাহের হাতিয়ার সিবিআই, ইডি-সহ একাধিক কেন্দ্রীয় এজেন্সি৷ এজেন্সি দিয়ে হেলায় সব জয় করার গেরুয়া ছক বড়সড় ধাক্কা খেল বিহারে৷ বিহারের পালাবদলে শুধুই যে সেই রাজ্যে বিজেপি ধাক্কা খেয়েছে, এমন নয়৷ জোট ভাঙার প্রভাব পড়েছে রাজ্যসভাতেও। কমে গিয়েছে এনডিএ-র আসনসংখ্যা। এর ফলে রাজ্যসভায় গুরুত্বপূর্ণ বিলগুলি পাশ করার জন্য বিজেপিকে এখন বিজু জনতা দল এবং ওয়াইএসআর কংগ্রেসের উপরই নির্ভর করতে হবে৷  রাজনৈতিক মহলের বক্তব্য, পাটলিপুত্রে যে ভূমিধস শুরু হয়েছে, তা ধরতেই পারেনি বিজেপি৷ ক্ষুরধার বুদ্ধিতে পাশা উল্টে দিয়েছেন নীতীশ কুমার৷ পিছনে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন আরজেডি’র তেজস্বী যাদব৷ ওদিকে রাজনৈতিক মহলের ধারণা, বিজেপি নিজেদের পতন সেইদিনই ডেকে এনেছে, যেদিন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদিকে মন্ত্রিসভার বাইরে পাঠিয়ে দেয় গেরুয়া নেতৃত্ব৷ নীতীশের সঙ্গে সুশীলের সুসম্পর্ক সুবিদিত। সুশীল মোদিকে না সরালে বিজেপির ঘাড়ে এই কোপ নেমে আসত না৷ অতীতে বিজেপি- নীতীশ অনেক মতবিরোধ সুশীল মোদি একাই সামলেছিলেন৷ অমিত শাহের অতিরিক্ত আত্মবিশ্বাসই এবার ডুবিয়েছে বিজেপিকে৷ 

কিন্তু এই চপেটাঘাত কি হজম করে নেবেন  নরেন্দ্র মোদি, অমিত শাহ ? বিজেপির নিজস্ব যে সংস্কৃতির ছবি এতদিন প্রকাশ্যে এসেছে, তা বলছে, এই পরাজয় মেনে নেওয়ার বান্দা মোদি-শাহ নন৷ সামনের দরজা দিয়ে ঢুকতে না পারলে পিছনের পাঁচিল টপকে ঘরে ঢুকতে সিদ্ধহস্ত বিজেপি৷ 

কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে এই ‘ব্যাক-ডোর পলিটিক্স’-এর নিদর্শন রেখেছে গেরুয়া শিবির৷ কখনও হাওয়া ভরেছে একনাথ শিন্ডেদের, কখনও সামনে এনেছে কেন্দ্রীয় এজেন্সিকে৷ সেক্ষেত্রে বিহারের ভবিষ্যৎ কী ? ধরেই নেওয়া যায়, কিছুদিনের মধ্যেই একাধিক খাঁড়া ঝুলিয়ে দেওয়া হবে নীতীশ-তেজস্বীদের ঘাড়ে৷ পাশাপাশি, কোটি কোটি টাকার টোপ দেওয়া হতে পারে শাসক ৭ দলের জোটের বিধায়কদের৷ আসনের তফাত বিশাল হলেও সিবিআই, ইডি অথবা  এনআইএ-কে রাজনৈতিকভাবে ব্যবহার করে জোট ভাঙানোর চেষ্টা হবেই৷ ইউএপিএ বা পিএমএলএ আইন প্রয়োগ করা হতে পারে৷ পিএমএলএ আইনে মামলা হলে জামিন পাওয়া কঠিন৷ এর কারণ, অভিযুক্তকেই প্রমাণ করতে হয়, তিনি নির্দোষ৷ এটা প্রমাণ করা সহজ নয়, সময়সাপেক্ষও বটে৷ এই আইনে ধৃতদের অনেক বেশিদিন কারান্তরালে থাকতে হয়৷ কর্ণাটকে ডি শিবকুমার, মহারাষ্ট্রে সঞ্জয় রাউতদের ক্ষেত্রে এমনই হয়েছে৷ 

ওদিকে আরজেডি’র ১৮ বিধায়কের বিরুদ্ধে বিধানসভায় অভব্য আচরণ করার অভিযোগ স্পিকারের কাছে বিচারাধীন৷ তাদের সদস্যপদ খারিজের দাবিতে আইনি পথে হাঁটতে পারে বিজেপি৷ এ ছাড়াও অর্থনৈতিক- অবরোধের হাতিয়ার তো বিজেপির হাতে আছেই৷ 

বিহারে নীতীশের নতুন সরকারকে আগামীদিনে অনেক চড়াই-উৎরাই অতিক্রম করতেই হবে, অঙ্ক কষেই এ কাজ করবেন মোদি-শাহ৷ 

কণাদ দাশগুপ্ত

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

উদয়ের জন্য আর্থিক সহায়তার আর্জি সন্দীপ, অনীক, লগ্নজিতার
রবিবার, ৫ মে, ২০২৪
ঝড় আসছে ৫০-৬০ কিমি বেগে, সঙ্গে বৃষ্টি!
রবিবার, ৫ মে, ২০২৪
রবিবার, ৫ মে, ২০২৪
নদী বাঁধে ভাঙন, বড় বিপর্যয়ের মুখে সুন্দরবনবাসী!
রবিবার, ৫ মে, ২০২৪
রবিবার, ৫ মে, ২০২৪
রবিবার, ৫ মে, ২০২৪
রবিবার, ৫ মে, ২০২৪
রবিবার, ৫ মে, ২০২৪
জেনে নিন রবিবাসরীয় রাশিফল
রবিবার, ৫ মে, ২০২৪
শুভেন্দু-অভিজিতের নামে তমলুক থানায় এফআইআর দায়ের
শনিবার, ৪ মে, ২০২৪
ত্রিমুকুট জয়ের স্বপ্ন অধরাই! আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি
শনিবার, ৪ মে, ২০২৪
গলার স্বর বিকৃত করা হয়েছে, সিবিআই তদন্ত চান গধাধর
শনিবার, ৪ মে, ২০২৪
দুহাজার টাকার বিনিময়ে বিজেপি ধর্ষণের মিথ্যে অভিযোগ লিখিয়েছে, কী লজ্জা
শনিবার, ৪ মে, ২০২৪
কলকাতা পুলিশের তলবে সাড়া দিলনা রাজভবন
শনিবার, ৪ মে, ২০২৪
ভিডিও সাজানো, আইপ্যাকের কাজ, দাবি শুভেন্দুর
শনিবার, ৪ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team